Aajbikel

ফের জেল হেফাজতের নির্দেশ অনুব্রতর জন্য, জামিনের আবেদন এল না

 | 
anubrata

আসানসোল: সিবিআই আগেই গ্রেফতার করেছিল, সম্প্রতি গ্রেফতার করেছে ইডি। গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয় নিয়ে এখন চাপানউতোর। তবে এরই মাঝে আরও একবার তিনি পেলেন জেল হেফাজতের নির্দেশ। এবারও তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল জেলা আদালত। বড় বিষয় হল, অনুব্রত মণ্ডলের আইনজীবী জামিনের আবেদনই জানাননি। অর্থাৎ আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত শ্রীঘরেই থাকতে হবে শাসক শিবিরের নেতাকে।

আরও পড়ুন: শূন্যপদ তৈরির নির্দেশ ব্রাত্য বসুর! আদালতে বিস্ফোরক শিক্ষাসচিব

সূত্র মারফৎ জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছেন তাদের মক্কেলকে দিল্লিতে নিয়ে যেতে চায় ইডি। এনিয়ে দিল্লি হাইকোর্টে আগামী ১ ডিসেম্বর শুনানি আছে। তার কথা মাথায় রেখেই এদিন সিবিআই আদালতে জামিনের আবেদন করা হয়নি। এই কারণেই সিবিআই আইনজীবীদের পক্ষে থেকেও কোনও সওয়াল জবাব হয়নি আদালতে তাঁর জামিনের বিরোধিতা করে। যদিও এখন সবার নজর দিল্লি হাইকোর্টের শুনানি নিয়ে। সেই আদালত কী রায় দেয় সেটাই দেখার।

কিছুদিন আগে আসানসোল জেলে গিয়ে ইডি গ্রেফতার করেছে অনুব্রত মণ্ডলকে। তাই তদন্তের স্বার্থে ইডি আধিকারিকরা তাঁকে তিহার জেলে রেখে জেরা করতে চান। অনেকের ধারণা, অনুব্রত মণ্ডল এবং তাঁর দেহরক্ষী, যিনিও এই মামলায় গ্রেফতার হয়েছেন সেই সায়গল হোসেনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা।   

Around The Web

Trending News

You May like