কলকাতা: গরু পাচার মামলার বুধবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিন্তু তিনি কলকাতা এলেও তলবে সাড়া দেননি উলটে এসএসকেএম হাসপাতালে অসুস্থতার জন্য ভর্তি হয়েছেন। তবে তিনি জানিয়েছেন, নিজাম প্যালেসে যাওয়ার ইচ্ছা ছিল তাঁর। সেটা যেহেতু হয়নি তাই এখন সিবিআই তাঁকে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই মর্মে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে চিঠি দিয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন- নাটকীয় বাঁক, CBI দফতর নয়, সোজা এসএসকেএম-এ পৌঁছলেন অনুব্রত
এর আগে চারবার তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে৷ প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান৷ পঞ্চমবারের নোটিস পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় বোলপুর থেকে চিনার পার্কের বাড়িতে এসে পৌঁছন তিনি। সকলেই মনে করছিলেন যে আজ তিনি সিবিআই তলবে সাড়া দেবেন। আইনজীবীর সঙ্গে কথা বলার পর বেড়িয়েও যান তিনি। কিন্তু নিজাম প্যালেসে না গিয়ে পৌঁছে যান পিজি হাসপাতালে। আপাতত উডবার্ন ব্লকের সাড়ে বারো নম্বর কেবিনে রয়েছেন তৃণমূল নেতা। জানা গিয়েছে পেটে এবং বুকেও কিছু সমস্যা দেখা দিয়েছে তাঁর। যদিও জিজ্ঞাসাবাদে তিনি সাড়া দিতে রাজি বলেই দাবি করেছেন ‘কেষ্ট’। শুধু তাঁর বক্তব্য, তিনি সিবিআই দফতরে যেতে পারবেন না।
আগেই অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীবকুমার দাঁ জানিয়েছিলেন, সিবিআই-এর সঙ্গে দেখা করতেই অনুব্রত কলকাতায় এসেছেন৷ কিন্তু আজ সকাল থেকে হঠাৎ করেই তাঁর বুকে ব্যথা শুরু হয়। সে জন্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সিবিআইকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। খবর ছিল, অনুব্রতর অসুস্থতার কথা মাথায় রেখে আগে ভাগেই চিকিৎসকদের বিশেষ দল প্রস্তুত রাখা হয়েছিল নিজাম প্যালেসে। তবে অনুব্রত না পৌঁছলেও নিজাম প্যালেসে পৌঁছন তাঁর আইনজীবীরা।