দুর্গাপুজোতে জেলেই কেষ্ট, ‘মানবিকতার’ খাতিরেও জামিন জুটল না তাঁর

দুর্গাপুজোতে জেলেই কেষ্ট, ‘মানবিকতার’ খাতিরেও জামিন জুটল না তাঁর

কলকাতা: গরু পাচার কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দুর্গা পুজোর আগে জামিন চেয়েছিলেন। মেয়ে সুকন্যা একা পুজো সামলাতে পারবে না, এই কথা জানিয়ে ‘মানবিকতার’ খাতিরে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু আদালত তাতে বিশেষ পাত্তা দিল না। তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। আসানসোলের সিবিআইয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন, এই মামলার পরের শুনানি আগামী ৫ অক্টোবর হবে।

আরও পড়ুন- পুজোর আগেই নিয়োগ চান বিচারপতি, SSC ও CBI-কে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ

এদিন আদালতে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর বাড়িতে পুজো হয় এবং সেই পুজো মেয়ে একা সামলাতে পারবে না। তাই তাঁকে মানবিক হয়ে জামিন দেওয়া হোক। পাশাপাশি শারীরিক অসুস্থতার কথাও ফের একবার জানান হয়েছিল। সেই প্রেক্ষিতে যদি জামিন মেলে তাঁর চেষ্টা করেন কেষ্টর আইনজীবী। কিন্তু কিছুতেই কিছু হয়নি। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করেই দিয়েছে। অর্থাৎ এবারের পুজোয় জেলেই থাকতে হচ্ছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এই দুটি বিষয় ছাড়াও আরও একটি বিষয় অনুব্রতর আইনজীবীরা তুলে ধরেন। যদিও তাতেও কিছু লাভ হয়নি।

তৃণমূল নেতার আইনজীবীদের যুক্তি ছিল, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্তদেরই জামিন হয়েছে। কেউ কেউ মাস খানেক জেলে থেকে জামিন পেয়েছেন, কেউ বিনা জেলে গিয়েই। যাঁরা ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করেন বলে অভিযোগ, তাঁদের জামিন হয়ে গিয়েছে। অথচ যার বিরুদ্ধে শুধু জেলায় গরু পাচারের অভিযোগ সে জেলেই থাকছে। এমনই যুক্তি ছিল তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − five =