ডিভিশন বেঞ্চে আনিস মৃত্যু মামলা, শুনানি হবে দ্রুত

ডিভিশন বেঞ্চে আনিস মৃত্যু মামলা, শুনানি হবে দ্রুত

edca9812ae63a1ab60272b81916b62c6

কলকাতা: আনিস খান মৃত্যু মামলার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাওড়ার ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুর মামলায় সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় পরিবারের পক্ষ থেকে। দ্রুত মামলার শুনানির আর্জি জানান হয়। সেই আর্জি মঞ্জুর প্রধান বিচারপতির। আগামীকাল অর্থাৎ বুধবার সকালে মামলার শুনানি হবে বলে খবর। 

আরও পড়ুন- চলতি সপ্তাহে রোদের দেখা মিলবে না? কী বলছে হাওয়া অফিস

আনিসের পরিবারের অভিযোগ ছিল, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন আনিসের দাদা। তবে সেই অভিযোগ খারিজ হয়েছে সিট-এর চার্জশিটে। খুন হননি আনিস খান৷ ওপর থেকে পরেই মৃত্যু৷ পরিবারের দাবি খারিজ করে উলুবেড়িয়া আদালতে চার্জশিট পেশ করেছে তারা। তবে চার্জশিটে নাম রয়েছে এক এসআই, এক হোমগার্ড ও দুই সিভিক ভলেন্টিয়ারের৷ পুলিশের গাফিলতিতে আনিসের মৃত্যু হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে৷

তবে আনিস খান মৃত্যু-মামলায় প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসেছে তাঁর বাবা। সিট-এর চার্জশিট আনিসের পরিবার মানতে নারাজ৷ কলকাতা হাইকোর্টের রায়ের পরও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি জানিয়েছিলেন আনিসের বাবা ও দাদা। উল্লেখ্য, কর্নাটকের হিজাব-বিতর্ক নিয়ে নেটমাধ্যমে একটি পোস্ট করেছিলেন আনিস। তার তদন্তে তাঁর বাড়িতে যায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *