কলকাতা: করোনার থাবা নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শরীরে। সূত্রের খবর, সংক্রমণ নিয়ে আপাতত শান্তিনিকেতনের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। তবে শেষ যে খবর পাওয়া যাচ্ছে, তিনি আপাতত সুস্থ এবং স্থিতিশীল আছেন। কিন্তু কী ভাবে তাঁর সংক্রমণ হল সেটা এখনও বোঝা যাচ্ছে না। কারণ তিনি খুব একটা বাড়ি থেকে বেরোননি।
আরও পড়ুন- বহু সংগ্রাম করে স্নাতকোত্তর ডিগ্রি পেলেও মেলেনি চাকরি, তন্ময় এখন ‘এমএ পাশ লটারিওয়ালা’
প্রায় দু’বছর পর এ মাসেই শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতে এসেছিলেন তিনি। করোনার কারণেই খুব একটা বেরোচ্ছিলেন না বাড়ি থেকে। কিন্তু সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে আসার কথা ছিল তাঁর। কিন্তু এখন সেখানে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। এদিকে আগামী কাল অর্থাৎ রবিবার লন্ডন যাওয়ার কথা নোবেল জয়ীর। সেটাও বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর।
সূত্র মারফৎ জানা গিয়েছে, এখনও তাঁর RT-PCR টেস্ট হয়নি। কিন্তু উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি র্যাপিড টেস্ট করিয়েছিলেন। তাতেই করোনা ভাইরাস ধরা পড়েছে তাঁর। এখন যাবতীয় নিয়ম মেনেই তিনি বাড়িতেই রয়েছেন।