ব্রেকিং: ফের অভিষেককে তলব ইডির! এই মাসেই আবার হাজিরার নির্দেশ

ব্রেকিং: ফের অভিষেককে তলব ইডির! এই মাসেই আবার হাজিরার নির্দেশ

cd6384af1020de233e54608d89f81248

কলকাতা: কয়লা কাণ্ড নিয়ে চিন্তা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি তিনি দিল্লি গিয়ে ইডির তলবে সাড়া দিয়েছেন। সেখানে তাঁকে আগের মতোই প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আবার তাঁকে তলব করল ইডি। আগামী ২৯ মার্চ ফের দিল্লি গিয়ে তাঁকে হাজিরা দিতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, আগের দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে সব তথ্য মেলেনি। এখনও কিছু জানার বাকি আছে তাদের, সেই কারণেই ফের তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদকে।

আরও পড়ুন- স্বামী উভকামী! প্রতি রাতে বন্ধুকে সঙ্গে নিয়ে বিছানায় চলত স্ত্রীর উপর যৌন নির্যাতন

কয়লা পাচার-কাণ্ডে আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। গত বছরের মতো এবারেও দিল্লি যান অভিষেক। ইডির তলবকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি৷ তাঁর আর্জি ছিল, ইডির অফিসাররা যেন কলকাতাতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করেন৷ কিন্তু গত ১১ মার্চ অভিষেকের আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট৷ তাই সমনে দিল্লি যেতেই হয় তাঁকে। এবার আবার তাঁকে যে দিল্লি যেতে হবেই তা এক প্রকার পাকা। যদিও কিছুদিন আগেই ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক দাবি করেছিলেন, ১০ পয়সার অভিযোগ প্রমাণ করতে পারলে ইডি, সিবিআই লাগবে না, তিনি নিজে ফাঁসি মঞ্চে উঠে মৃত্যুবরণ করবেন। তাঁর কথায় তিনি অন্য মেটেরিয়াল।

তৃণমূল সাংসদের বক্তব্য ছিল,  সবাই এক নয়। তাঁর আর অন্যের মানসিকতায় তফাৎ আছে। এইভাবে ইডি, সিবিআই দেখিয়ে তাঁকে দমানো বা ভয় দেখানো যাবে না।  এসব যত হবে তত বেশি তাঁর জেদ বাড়বে। যারা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এইসব সংস্থাকে কাজে লাগাচ্ছে তারা কোনও দিন সুবিধা পাবে না। তিনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন কারণ তারা তাদের কাজ করছেন, তাদের কোনও দোষ নেই এতে। কিন্তু তাদের ব্যবহার করা হচ্ছে বলেই দাবি করেছেন তৃণমূল সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *