হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অধীর, কোন মামলায় পদক্ষেপ

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অধীর, কোন মামলায় পদক্ষেপ

fd16317fb8273a42a1ab90a257311108

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু কেন? আসলে মেট্রো ডেয়ারি মামলা গড়িয়েছে দেশের শীর্ষ আদালতে। কিছুদিন আগেই এই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এবার হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুন- BJP-র সঙ্গে জোট ভেঙে ইস্তফা দিলেন নীতীশ, মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে ছুটলেন লালুর বাড়িতে

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে খারিজ হওয়ার পরই অধীর জানিয়ে দিয়েছিলেন তিনি কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। সেই মতো সর্বোচ্চ আদালতে গেলেন কংগ্রেস সাংসদ। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি সংক্রান্ত কোনওরকম বেনিয়ম দেখা যায়নি। ওই শেয়ার বিক্রি অবৈধ নয়। যদিও অধীর চৌধুরীর অভিযোগ, তাতে অনিয়ম ছিল। আর তাই এখন কলকাতা হাইকোর্টের রায়ের পর তিনি সুপ্রিম কোর্টে গেলেন।

ঠিক কী অভিযোগ করেছেন অধীর? তাঁর বক্তব্য, মেট্রো ডেয়ারি সংস্থায় রাজ্যের শেয়ার ছিল ৪৭ শতাংশ। সেই শেয়ার সস্তায় বিক্রি করা হয়েছে এবং তাতে কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়েছিল। অধীর দাবি করেছেন, ওই শেয়ার অনেক কম দামে কিনে সংশ্লিষ্ট সংস্থা অনেক বেশি দামে বিক্রি করে। কিন্তু কলকাতা হাইকোর্ট তাঁর এই দাবি মানতে চায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *