Aajbikel

BJP-র সঙ্গে জোট ভেঙে ইস্তফা দিলেন নীতীশ, মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে ছুটলেন লালুর বাড়িতে

 | 
নীতীশ

কলকাতা: জল্পনা সত্যি করে বিজেপি’র সঙ্গ ছাড়লেন  বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ জানিয়ে দিলেন, বিজেপির সঙ্গ ছাড়ছেন তিনি। এর পর সোজা  রওনা দেন রাবড়ি দেবীর বাড়ির উদ্দেশে। সেখানে আরজেডির সঙ্গে জোট নিয়ে চূড়ান্ত কথাবার্তা বলেন তিনি৷ বিকেল চারটের সময় মিছিল করে রাজভবনে যান৷ এর পর রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেন৷  রাজভবনে ইস্তফা দিয়ে বেরিয়ে নীতীশ বলেন, ‘‘দলের সব সাংসদ এবং বিধায়করা এনডিএ জোট  ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সে কারণেই এই সিদ্ধান্ত।’’

এদিন রাজভবন থেকে বেরিয়েই লালুপ্রসাদ যাদবের বাড়িতে যান নীতীশ কুমার। সেখানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও আরজেডি প্রধান তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন৷  বিভিন্ন ইস্যুতে গত কয়েক মাস ধরেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল নীতীশ কুমারের। বিজেপি’র বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন তিনি৷ তবে থেকেই জল্পনার শুরু৷ এর পর প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগের বৈঠকও এড়িয়ে যান বিহারের মুখ্যমন্ত্রী৷ একদা নীতীশ-ঘনিষ্ঠ বলে পরিচিত আরসিপি সিংকে নিয়ে বিজেপির সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রীর দূরত্ব আরও বাড়ে। নীতীশের আপত্তি সত্ত্বেও তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করে মোদী সরকার। পর পর এই ঘটনাক্রমে রাজনৈতিক মহল এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল,  এনডিএ জোটে ফের ফাটল ধরতে চলেছে। দ্বিতীয় বার নীতীশ এনডিএ ছেড়ে বেরিয়ে যেতে পারেন  বলেও মনে করা হচ্ছিল৷ সেই জল্পনাই সত্যি হল৷ এবার লন্ঠন হাতে নীতীশ ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন৷ উপমুখ্যমন্ত্রী হতে পারেন লালু-পুত্র তেজস্বী যাদব।

Around The Web

Trending News

You May like