আমি থাকলে মাথায় শুট করতাম! আহত এসি’কে দেখে বেরিয়ে বললেন অভিষেক

আমি থাকলে মাথায় শুট করতাম! আহত এসি’কে দেখে বেরিয়ে বললেন অভিষেক

কলকাতা: নবান্ন অভিযানে বিজেপি কর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, আগুন লাগিয়েছে এবং একাধিক পুলিশ কর্মীকে মারধর করেছে। এমন দাবি করা হয়েছে, আবার ভিডিও-ছবিও ভাইরাল। বিজেপি কর্মীদের হাতে মার খেয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। তিনি এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি। তাঁকেই এদিন দেখতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে দেখে এসে বেরিয়ে বললেন, তিনি ওই জায়গায় থাকলে মাথায় গুলি করতেন।

আরও পড়ুন: সৌজন্য! আহত বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিতকে দেখতে হাসপাতালে ফিরহাদ

অভিষেকের বক্তব্য, একজন পুলিশ আধিকারিককে একা পেয়ে যেভাবে ২০-২৫ মিলে মেরেছে, তাতে পুলিশ কি গুলি চালাতে পারত না? সেটাই সহজ উপায় ছিল। এক মিনিটে আন্দোলন শেষ। খেলা শুরু হওয়ার আগেই শেষ। কিন্তু পুলিশ তা করেনি। যথেষ্ট সংবেদনশীলতা, সংযমের পরিচয় দিয়েছে তাঁরা। অভিষেক জানান, আহত এসির সঙ্গে দেখা করে তিনি তাঁকে স্যালুট জানিয়েছেন। আর বলেছেন, ওই জায়গায় যদিও অভিষেক নিজে থাকতেন এবং তাঁর সামনে যদি এভাবে পুলিশের গাড়িতে আগুন লাগানো হত, পুলিশকে মারা হত, তাহলে তিনি মাথায় গুলি করতেন। তৃণমূল নেতা এও বলেন, লোহার রড নিয়ে মারা হয়েছে। রডেই পতাকা লাগিয়ে আনা হয়েছিল, তা খুলে আক্রমণ করা হয়েছে। পুলিশের ওপর পরিকল্পিতভাবে পাথর, ইট ছোড়া হয়েছে, সেটা বর্বরতা।

অভিষেক এই বিষয় কথা বলতে গিয়ে পরিবর্তনের কথাও বলেন। তাঁর বক্তব্য, সিপিএম আমলে পুলিশের গুলি চালানোর ঘটনা আছে। বিজেপি শাসিত রাজ্যেও হিংসার ঘটনা আছে। কিন্তু নবান্ন অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ তা করেনি। চাইলেই পারত কিন্তু ধৈর্য, সংযমের পরিচয় দিয়েছে তাঁরা। এটাই আসল পরিবর্তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 13 =