কলকাতা: মঙ্গলবারের নবান্ন অভিযানে গুরুতর আহত হয়েছিলেন বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। বুধবার তাঁকে হাসপাতাল দেখতে গেলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সকালেই রাজনৈতিক সৌজন্যের ছবি ধরা পড়ল শহরে। ফিরহাদ পরে এও জানান যে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী পুরোহিত।
আরও পড়ুন- মাঝে কমলেও এদিন ফের সংক্রমণে বৃদ্ধি, বঙ্গে মৃত্যু কমল
নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের একাংশকে নেতৃত্ব দিচ্ছিলেন মীনাদেবী। অভিযোগ, পথেই কেউ ইট ছোড়ে তাঁর দিকে এবং তাতেই আহত হন তিনি। মাথায় আঘাত লাগে বিজেপি নেত্রীর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান উপস্থিত বিজেপি কর্মীরা। পরে জানা যায়, তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। এরপর এদিন সকালে তাঁকে দেখতে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই মুহূর্তে বড়বাজারের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি বিজেপি নেত্রী।
তাঁকে দেখে এসে ফিরহাদ সংবাদমাধ্যমে জানান, মীনাদেবীর মাথায় চোট লেগেছে, সিটি স্ক্যান হবে। পুরসভার পক্ষ থেকে তাঁর পাশে থাকা হবে। মুখ্যমন্ত্রীও ওনার আঘাত পাওয়ার ঘটনায় উদ্বিগ্ন, এমনটাও জানান তিনি। হাসপাতাল সূত্রের খবর, বিজেপি কাউন্সিলরের মাথার পিছনের দিকে বাঁ পাশে চোট লেগেছে। তবে তা কতটা গুরুতর বা আদৌ ভয়ের কিছু আছে কিনা, তা জানা যায়নি।