শুভেন্দুর বাড়িতে চায়ের আমন্ত্রণ পেলেন অভিষেক!

শুভেন্দুর বাড়িতে চায়ের আমন্ত্রণ পেলেন অভিষেক!

95fce8a45089503f29cc7294b235fc7c

কলকাতা: পঞ্চায়েত ভোটের কয়েক মাস আগে থেকেই রাজ্য রাজনীতিতে চমক শুরু। শুক্রবার বিধানসভায় একই ফ্রেমে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। জানা গিয়েছে, তাঁকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে নিজের ঘরে ডাক পাঠিয়েছিলেন মমতা। এরপর ফের একবার অন্য এক চা-চমকের খবর সামনে এসেছে। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী! অভিষেককে ‘শান্তিকুঞ্জ’-এ আসতে আমন্ত্রণ জানান তিনি।

আরও পড়ুন- অবৈধ চাকরি বাঁচাতে মন্ত্রিসভার সিদ্ধান্ত কী ছিল? শিক্ষাসচিবকে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করার কথা রয়েছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যেখানে তিনি সভা করবেন তার থেকে অল্প কিছু দূরত্বেই অধিকারীদের বাড়ি, শান্তিকুঞ্জ। সেখানেই তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন দিব্যেন্দু। তাঁর কথায়, অভিষেক তাঁদের বাড়িতে এলে ভালই লাগবে। তিনি খুশি হবেন। এই খবর জানার পর বঙ্গবাসীর মনে জেগেছে ব্যাপক কৌতূহল। কী হচ্ছেটা কী, অনেকটা এমনই প্রশ্ন উদয় হয়েছে তাদের মনে। যে অধিকারী পরিবারের সঙ্গে এখন তৃণমূল নেতৃত্বের প্রায় সাপে-নেউলে সম্পর্ক, যারা একে অপরকে সুযোগ পেলেই কটাক্ষ করছেন, তাদের মধ্যে আচমকা এই ‘সৌজন্য’ অনেক জল্পনা সৃষ্টি করছে।

আগেই জানা গিয়েছে, শুভেন্দু সাক্ষাতের সময় মমতা বন্দ্যোপাধ্যায় শিশির অধিকারী প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি তাঁকে সম্মান করেন। শুভেন্দু অধিকারীর কাছ থেকে বাবার শারীরিক অবস্থারও খোঁজ নেন মমতা। এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে খোদ শিশির অধিকারী বলেছেন, ‘উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভালো থাকুন। ওঁনার মনে হয়েছে, উনি বলেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *