রাষ্ট্রপতি নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ, কাঠগড়ায় অভিষেক

রাষ্ট্রপতি নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ, কাঠগড়ায় অভিষেক

fc4907f81407cc8395f40eae9368c16f

কলকাতা: সকাল থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। এই ভোট নিয়ে স্বাভাবিকভাবেই সরগরম রাজ্য। বিধানসভায় ভোট দিতে এসেছেন তৃণমূল, বিজেপির সাংসদ, বিধায়করা। কিন্তু এই ভোটে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি গাড়ি এবং লোক নিয়ে বিধানসভা চত্বরে এসেছেন তিনি, এমনই অভিযোগ তোলা হয়েছে। বিজেপির বক্তব্য, এই গোটা বিষয়টি নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ। পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় এই অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে।

আরও পড়ুন- মেঘের আড়াল থেকে দুর্নীতিতে প্রশ্রয় রাজ্যের! প্রাথমিকে নিয়োগ মামলায় বললেন বিকাশ

বিজেপি বিধায়কের বক্তব্য, আজকের দিনের নিয়ম বিধানসভার দক্ষিণের গেট বাদ দিয়ে সব গেট বন্ধ থাকবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নিয়মের উলঙ্ঘন করে উত্তর গেট খুলিয়ে প্রায় ১৫ টি গাড়ি, নিজের একাধিক লোক, নিরাপত্তারক্ষী সকলকে নিয়ে ঢুকেছেন। ভারত সরকারের নির্বাচন কমিশনের যে নিয়ম তা সকলের জন্য এক এবং সেটাই হওয়া উচিত। কিন্তু তৃণমূল সাংসদ তা মানেননি বলেই দাবি সুদীপ মুখোপাধ্যায়ের। তিনি ইতিমধ্যেই এই নিয়ে তাঁর বিরুদ্ধে কমিশনারের কাছে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

এদিকে আবার বিরোধী সমর্থিক রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার অভিযোগ, রাষ্ট্রপতি ভোটেও টাকা দিয়ে দল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে৷ তাঁর সরাসরি নিশানা বিজেপিই। যশবন্তের কথায়, ‘‘রাষ্ট্রপতি ভোটে গোপন ব্যালটের ব্যবস্থা থাকে।  যাতে ভোটদানকারীদের নিজেদের মত প্রকাশ করতে কোনও অসুবিধা না হয়৷ কিন্তু, এর মধ্যেও অর্থের খেলা চলছে। দল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *