কলকাতা: এক জনসভায় তাঁকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা দায়ের করেন ডায়মন্ড হারবার আদালতে। সেই মামলার স্থানান্তর চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। অবশেষে আদালত তাঁর আবেদনে সাড়া দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা সরছে ডায়মন্ড হারবার আদালত থেকে।
আরও পড়ুন- আগামী দিনে পথশিশুদের নিয়ে কাজ করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম অদিশা
কেন আপত্তি তুলেছিলেন শুভেন্দু অধিকারী? আসলে তাঁর বক্তব্য ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ। তাই ওই আদালতে মামলা চললে বিচার হয়তো নিরপেক্ষ হবে না। এই দাবি তুলেই সেখান থেকে মামলা স্থানান্তর করা হোক, এমন আর্জি জানিয়েছিলেন বিজেপি বিধায়ক। আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র নাথ সামন্ত মামলাটি সিটি সিভিল আদালতে স্থানাতরের নির্দেশ দিয়েছেন। ফলে এই ইস্যুতে আপাতত ‘জয়’ পেলেন বিধানসভার বিরোধী দলনেতা।
আসলে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে এক জনসভায় অভিষেকের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার প্রেক্ষিতেই ডায়মন্ড হারবার মহকুমা আদালতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অভিষেক। আবার কলকাতা নগর দায়রা আদালতে একই বিষয়ে আরও একটি মামলা ছিল।