ক্ষোভের ব্যাপার নেই, তিনি বিজ্ঞ ব্যক্তি, পার্থকে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়

ক্ষোভের ব্যাপার নেই, তিনি বিজ্ঞ ব্যক্তি, পার্থকে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়

b844f95d0d8f70035cb63f644e4ef8bf

কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় সরাসরি নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এই ইস্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার প্রেক্ষিতে পার্থকে একাধিকবার তলব করে গোয়েন্দারা। তবে এখন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- বুদ্ধিতে বাজিমাত! মাত্র আড়াই বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল বাঁকুড়ার প্রিয়মের

বিচারপতি বলেন, তিনি হয়তো পার্থ চট্রোপাধ্যায়কে নিয়ে কিছু মন্তব্য করেছেন। কিন্তু পার্থ চট্রোপাধ্যায়কে নিয়ে তাঁর কোনও রাগ বা ক্ষোভের ব্যাপার নেই। তিনি একজন বিজ্ঞ ব্যক্তি। তিনি আরও বলেন, এত ঘটনা ঘটেছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনও বার্তা পৌঁছেছে কিনা তা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। পরিস্থিতি খুব একটা সুখকর নয়, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এদিকে, তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি পার্থ চট্টোপাধ্যায়ের জন্য সব সময় আছেন। তবে অন্যের কথা বলতে পারবেন না।

এদিকে সিবিআই তদন্ত নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, ৫২ সপ্তাহ আগে নভেম্বর মাসে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু আজ পর্যন্ত কোনও তদন্তের মেরিট দেখতে পাননি। এই মন্তব্য করেই CBI তদন্ত নিয়ে বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনে এমনই জানান বিচারপতি। এমনকি তিনি নাকি এও মনে করছেন যে, সিবিআইয়ের থেকে এসআইটি বা SIT অনেক ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *