‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি নন, উনি ভগবান’, সুকন্যাকে আক্রমণ শানিয়ে বললেন ‘বিদ্রোহী’ আরতি

‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি নন, উনি ভগবান’, সুকন্যাকে আক্রমণ শানিয়ে বললেন ‘বিদ্রোহী’ আরতি

কলকাতা: বীরভূমের বোলপুরের নিচুপট্টিতে অনুব্রতর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়। ওই স্কুলেরই শিক্ষিকা অনুব্রতর মেয়ে সুকন্যা৷ কিন্তু অভিযোগ, টেট পরীক্ষা ছাড়াই স্কুলের চাকরি পেয়েছেন তিনি৷ শুধু তাই নয়, স্কুলে একদিনের জন্যও হাজিরা দেননি তিনি৷ বরং হাজিরার খাত যেন তাঁর বাড়িতে৷ অভিযোগ, সুকন্যার পাশাপাশি বেআইনি ভাবে চাকরি পেয়েছেন অনুব্রতর আত্নীয় ও ঘনিষ্ঠ আরও পাঁচজন৷ এই অভিযোগ দায়ের হতেই আজ বৃহস্পতিবার সুকন্যা-সহ ছয় অভিযুক্তকে আদালতে ডেকে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সময়ের আগেই এসে আদালতে পৌঁছে যান সুকন্যা৷ আর সেখানে আসতেই পড়তে হল বিক্ষোভের মুখে৷ 

আরও পড়ুন- একাধিক জায়গায় অভিযান, শহরে আচমকা তৎপর আয়কর দফতর

কোর্ট চত্বরে অফিসের আইনি কাজে এদিন হাই কোর্টে এসেছিলেন আরতি মিত্র নামে জনৈক মহিলা সুকন্যাকে দেখেই তিনি চোরের মেয়ে বলে কটাক্ষ করেন৷ তাঁর অভিযোগ, গরিব মানুষের টাকা মেরেই অগাধ সম্পত্তি করেছেন অনুব্রত৷ তিনি মনে করেন অনুব্রত-কন্যার শাস্তি হওয়া উচিত৷ শুধু তাই নয়, এভাবে সুরক্ষা বলয়ে ঘিরে তাঁকে আদালতে নিয়ে আসার কোনও মানে হয় না বলেও দাবি তাঁর৷ আরতির কথায়, ‘‘আমরা ন্যয় চাই৷ আদালত আছে বলেই আমরা বেঁচে আছি৷ ওঁর মেয়ের নামে কোটি কোটি টাকা ধরা পড়ছে৷ সাধারণের টাকা নয়ছয় করেছে৷ ’’ তিনি জানান, আদালত ও বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে তাঁরা৷ আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু বিচারক নন, তিনি গরিবের ভগবান৷ ওঁর মতো মানুষ হয় না৷