কলকাতা: একের পর এক দুর্নীতি মামলায় সরগরম রাজ্য। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা, গরু পাচার কাণ্ডে তদন্তে নেমেছে সিবিআই, ইডি। এখনও পর্যন্ত তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রেফতার হয়েছেন এবং কোটি কোটি টাকাও উদ্ধার হয়েছে এইসব মামলায়। গোয়েন্দাদের তদন্ত পুরোদমেই বহাল। এরই মাঝে আবার শহর কলকাতায় আচমকা তৎপরতা বাড়াল আয়কর দফতর। জানা গিয়েছে, শহরের বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই অভিযান চালিয়েছে তাঁরা।
আরও পড়ুন- চোখের ‘আড়ালে’ থাকা অনুব্রত-কন্যার ‘অজানা’ কাহিনী শুনে হতবাক নিচুপট্টির বাসিন্দারা!
ঠিক কী ঘটনা? আসলে কলকাতায় বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন যাঁরা আয়কর ফাঁকি দিয়েছেন, এমন অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই এদিন সকাল থেকে আয়কর দফতরের আধিকারিকরা জায়গায় জায়গায় অভিযান চালিয়েছেন। সূত্রের খবর, রাজ্যের তিনটি নির্মাণ সংস্থার মূল দফতর-সহ আরও প্রায় ৩০ টি এলাকায় চালানো হয় এই অভিযান। আয়কর দফতরের কর্তারা জানতে পেরেছেন যে, ভুয়ো কোম্পানি তৈরি করে আর্থিক তছরূপ করা হচ্ছে লাগাতার। বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এখন একেবারে সরাসরি ময়দানে নেমে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ টাকা উদ্ধার হয়েছিল। বিপুল পরিমাণ এই অর্থ এক জায়গায় দেখে স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন জেগেছিল গোয়েন্দাদের মধ্যে। আরও অর্থ আছে কিনা, থাকলে কোথায় আছে তা জানতেই তদন্ত আরও গতি পেয়েছে। এখন এইসব সংস্থার সঙ্গে কোনও পাচার মামলা বা এসএসসি কাণ্ডের যোগ আছে কিনা তা জানার চেষ্টা চালানো হচ্ছে। পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট সহ একাধিক জায়গাতেই ইতিমধ্যে হানা দেওয়া হয়েছে।