বহুতলে উদ্ধার ৮ বছরের শিশুর গলাকাটা নগ্ন দেহ, তীব্র চাঞ্চল্য জোড়াবাগানে

বহুতলে উদ্ধার ৮ বছরের শিশুর গলাকাটা নগ্ন দেহ, তীব্র চাঞ্চল্য জোড়াবাগানে

কলকাতা:  পাশবিক! আট বছরের এক শিশুর উপর শারীরিক নির্যাতন পর গলা কেটে খুন করা হল৷ শিশুটির রহস্য মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল জোড়াবাগান এলাকায়৷ পুলিশকে ঘিরে চলল স্থানীয়দের বিক্ষোভ৷ 

আরও পড়ুন- সরকারি কর্মচারীদের হাজিরার নয়া নির্দেশিকা নবান্নের! প্রযোজ্য সমস্ত দফতরে

বুধবার শোভাবাজার থেকে জোড়াবাগানে মামার বাড়িতে বেড়াতে এসেছিল ৮ বছরের ওই শিশুটি৷ গতকাল সন্ধ্যা থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ এলাকা তন্ন তন্ন করে খোঁজার পরও তার হদিশ পাওয়া যায়নি৷ এর পরেই শিশুটির পরিবারের লোকজন জোড়াবাগান থানায় মিসিং ডায়েরি করেন৷ কিন্তু অভিযোগ, পুলিশের তরফে তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ আজ সকালে স্থানীয় বাসিন্দারা শিশুটির মামাবাড়ির ঠিক পাশের একটি বহুতলের সিঁড়িতে তার নগ্ন মৃতদেহ পড়ে থাকতে দেখে৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা৷ 

বুধবার রাতভোর তন্নতন্ন করে শশুটির খোঁজ তালায় তার পরিবারের লোকজন৷ আজ সকালে জোড়াবাগান এলাকায় ওই বহুতলের একদম উপরের তলার কাছে সিঁড়িতে গলা কাটা অবস্থায় তার নগ্ন নিথর দেহ উদ্ধার পড়ে থাকতে দেখেন ওই আবাসনের বাসিন্দারা৷ স্থানীয় বিদায়ী কাউন্সিলর জানান, এই শিশুটির উপর যৌন নিগ্রহ করা হয়েছে৷ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা৷ উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী৷ লালবাজার থেকেও অতিরিক্ত পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য     তৈরি হয়েছে জোড়াবাগানে৷ মৃতদেহ উদ্ধারের কিছুক্ষণ পর কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইংসের সদস্য এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে পৌঁছয়৷ পাশাপাশি স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলানো হচ্ছে৷ খতিয়ে দেখা হচ্ছে রাস্তার সিসিটিভি ফুটেজ৷ 

আরও পড়ুন- ‘নিজের গলা কেটে দেব তবুও বিজেপিতে যাব না’, শান্তনুকে পাল্টা দিলেন জ্যোতিপ্রিয়

এছড়াও মামার বাড়ি আসার পর ওই শিশুটি কোন কোন শিশুর সঙ্গে খেলা করেছিল তা জেনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কার সঙ্গে ওই শিশুটিকে শেষ দেখা গিয়েছে তা জানার চেষ্টা চলছে৷ এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত রয়েছে? কী ভাবেই বা এই অপরাধ ঘটল? তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − five =