‘নিজের গলা কেটে দেব তবুও বিজেপিতে যাব না’, শান্তনুকে পাল্টা দিলেন জ্যোতিপ্রিয়

‘নিজের গলা কেটে দেব তবুও বিজেপিতে যাব না’, শান্তনুকে পাল্টা দিলেন জ্যোতিপ্রিয়

নিজস্ব সংবাদদাতা, বাগদা: গত মাসে হুগলির পুরশুড়া থেকে তৃণমূল নেত্রী বলেছিলেন, নিজের গলা কেটে দেব কিন্তু বিজেপির কাছে মাথা নত করব না৷ এবার এই একই সুর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গলায়৷ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর সম্প্রতি দাবি করেছিলেন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ তিনি নাকি শীঘ্রই যোগ দেবেন বিজেপিতে৷ বুধবার তারই পাল্টা দিলেন জ্যোতিপ্রিয়৷ বললেন, “নিজের গলা কেটে দেব তবুও বিজেপিতে যাব না৷ দরকার হলে গলায় দড়ি দিয়ে ঝুলে যাব৷ কিন্তু বিজেপিতে যাব না৷”

একইসঙ্গে জ্যোতিপ্রিয়র কথায় রাজনৈতিকভাবে পরিপক্ক হওয়া এখনও বাকি শান্তনু ঠাকুরের৷ তাঁর রাজনৈতিক জীবনের এখনও পাঁচ বছর হয়নি৷ তা হলে তিনি বুঝতে পারবেন বিজেপি কী দল৷ এদিন বিজেপিকে হিংস্ব দল বলেও তোপ দাগেন জ্যোতিপ্রিয়৷ বাগদার বুথ ভিত্তিক কর্মীসভায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাগরিকত্ব প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক ব্যাঙ্গ করে বলেন, যদি সি.এ.এ চালু হয় তাহলে তিনি হাবরা থেকে ভোটে লড়বেন না, চাঁদে চলে যাবেন৷

একইসঙ্গে ঠাকুরনগরে অমিত শাহের আসার প্রসঙ্গে তিনি বলেন, সাত দিন কেন ৭২ বছরেও অমিত শাহ ঠাকুরনগরে আসবেন না৷ প্রসঙ্গত, নাগরিকত্ব আইন নিয়ে পুঞ্জিভূত হচ্ছে মতুয়াদের ক্ষোভ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর ঠাকুরনগরে আসার কথায় কিছুটা হলেও আশার আলো দেখেছিলেন তারা৷ তবে তিনি তা আশায় ক্ষুব্ধ মতুয়া সমাজ৷ আর সেই ক্ষোভের আগুনে যে ক্রমাগত ঘি ঢেলে যাচ্ছে রাজ্যের শাসকদল তা বলাই বাহুল্য৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =