এবার ভাঙন ব্রাত্য গড়ে! বিজেপি’র পথে দক্ষিণ দমদম পুরসভায় একাধিক কাউন্সিলর

এবার ভাঙন ব্রাত্য গড়ে! বিজেপি’র পথে দক্ষিণ দমদম পুরসভায় একাধিক কাউন্সিলর

কলকাতা:  ভোটের আগে তৃণমূলের ভাঙন অব্যাহত৷ এবার দক্ষিণ দমদম পুরসভায় ভাঙনের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসে৷ বেশ কয়েকজন কো-অর্ডিনেটরের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে৷ বিজেপি’তে যোগ দিচ্ছেন পুর-প্রশাসক মণ্ডলীর সদস্য প্রবীর পাল৷ 

আরও পড়ুন-  ‘নিজেকে হিন্দু প্রমাণ করতে মুখ্যমন্ত্রীকে চণ্ডীপাঠ করতে হচ্ছে কেন?’

এ প্রসঙ্গে প্রবীর পাল বলেন, ‘‘স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে মানিয়ে কাজ করতে পারছিলান না৷ এটা আমারই ব্যর্থতা৷ কারও বিরুদ্ধে কোও অভিযোগ নেই৷ আজ বিকেল চারটের সময় হেস্টিংসের অফিসে গিয়ে বিজেপিতে যোগ দেব৷’’ আজ সকাল থেকে প্রবীর পাল সহ একাধিক কো-অর্ডিনেটরের বিজেপি যোগের জল্পনা দানা বাধতে শুরু করে৷ এর পরেই প্রবীর পালের বাড়িতে হাজির হন ব্রাত্য বসু৷ মানভঞ্জনের চেষ্টায় চলে বৈঠক৷ 

দমদমের বিদায়ী বিধায়ক তথা এবারের প্রার্থী ব্রাত্য বসুর সঙ্গে মানিয়ে নেওয়ার সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন প্রবীরবাবু৷ এদিন অবশ্য ব্রাত্য বসু বলেন সব মিটে গিয়েছে৷ জেলা নেতৃত্বের তরফে জ্যোতিপ্রিয় মল্লিকও কাউন্সিলর প্রবীর পালের সঙ্গে যোগাযোগ করেছিলেন৷ তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়৷ এমনকী তাঁর বাড়িতে গিয়ে মানভঞ্জনের চেষ্টাও করেন খোদ ব্রাত্য বসু৷ কিন্তু তাতেও বরফ গলেনি৷ আজ বিকেলে তাঁরা বিজেপি’তে যোগ দিতে চলেছেন বলেই খবর৷ 

আরও  পড়ুন- ব্রেকিং: আর্থিক কেলেঙ্কারি মামলায় মানস ভুঁইয়াকে সিবিআই তলব

বেশ কিছু দিন ধরেই তৃণমূলের ঘর ভাঙার পর্ব চলছে৷ এবার খবর, দক্ষিণ দমদম পুরসভার ৬ কাউন্সিলর বিজেপি’তে যোগ দিতে চলেছে৷ মঙ্গলবার দলীয় বৈঠকে অনুপস্থিত ছিলেন প্রবীর পাল৷ ব্রাত্য বসু তাঁর সঙ্গে কথা বলে বেরিয়ে যাওয়ার সময় বলেছিলেন সব মিটে গিয়েছে৷ কিন্তু বিজেপি’তে যোগ না দেওয়ার কথা কোনও ভাবেই উল্লেখ করেননি প্রবীরবাবু৷ 

অন্যদিকে, বিধায়ক নির্মল ঘোষের বিরপদ্ধে পারিবারতন্ত্রের অভিযোগ এনে তৃণমূল ছাড়লেন পানিহাটি পুরসভায় তিন বিদায়ী কাউন্সিলার৷ তৃণমূল ছাড়লেন কৌশিক চট্টোপাধ্যায়, বিউটি অধিকারী এবং পার্থ ঘোষ৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 11 =