ব্রেকিং: আর্থিক কেলেঙ্কারি মামলায় মানস ভুঁইয়াকে সিবিআই তলব

ব্রেকিং: আর্থিক কেলেঙ্কারি মামলায় মানস ভুঁইয়াকে সিবিআই তলব

 

কলকাতা: বেআইনি অর্থলগ্নি সংস্থা আইকোর-কাণ্ডে সবাংয়ে প্রাক্তন বিধায়ক, সাংসদ তথা বর্তামান তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে তলব করল সিবিআই৷ চলতি সপ্তাহে নিজাম প্যালেস সবংয়ে এবারের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷ আইকোর কেলেঙ্কারি মামলার সূত্রে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। ওই চিটফাণ্ডের পিছনে আর কোন-কোন প্রভাবশালী যোগ রয়েছে, তা খোঁজার চেষ্টা শুরু করেছে সিবিআই৷

সারদার মতো অন্যান্য চিটফান্ড মামলার তদন্ত শুরু করেছে সিবিআই৷ আইকোর মামলা তারমধ্যে অন্যতম৷ ওই মামলার তদন্তে নেমে মানস ভুঁইয়াকে তলব করেছে সিবিআই৷ ওই একই মামলায় রাজ্যের এক জনপ্রিয় সাংবাদিক তথা বাংলার প্রথম শ্রেণির প্রাক্তন সম্পাদককে গ্রেফতার করা হয়৷ এখন তিনি জামিনে মুক্ত৷

সিবিআই সূত্রে খবর, চিটফান্ড কাণ্ডে অন্যতম নাম আইকোর৷ বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে৷ তদন্তে নেমে রাজ্যসভার তৃণমূল সাংসদের বেশ কয়েকটি ভিডিও পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা৷ যেখানে মানস ভুঁইয়াকে ওই চিটফান্ডের সপক্ষে কিছু মন্তব্য করতে দেখেছে সিবিআই৷ আর সেই কারনেই এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখানো মানস ভুঁইয়াকে জেরা করতে মরিয়া সিবিআই৷ কেন তিনি ওই চিটফান্ডের সপক্ষে কথা বলেছেন, সে বিষয়ে জানতে চাওয়া হতে পারে বলে খবর৷

জানা গিয়েছে, ২০১২ সালে বহু চিটফান্ড সংস্থার আর্থিক তছরূপের বিষয়টি সামনে আসে৷ ২০১৫ সালে আইকোরের কর্ণধার অনুকূল মাইতি ও তাঁর স্ত্রী-সহ সংস্থার ২ ডিরেক্টরকে গ্রেফতার করে পুলিশ৷ এরপর ওডিশায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তদন্তে নামে সিবিআই৷ সেই থেকে এখনও চলছে আইকোর কাণ্ডের তদন্ত৷ এবার ভোটের মুখে নাম জড়াল প্রাক্তন তৃণমূল সাংসদ তথা এবারের বিধানসভায় সবংয়ের প্রার্থী মানস ভুঁইয়ার নাম৷গত বিধানসভা নির্বাচনে নিজের জেতা আসন স্ত্রীকে ছেড়ে দিয়েছিলেন৷ পরে দলবদলের পরে হয়েছিলেন রাজ্যসভার সাংসদ পদ৷ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর এবার নিজভূমেই আবার বিধানসভায় ঘাসফুলের প্রার্থী হয়েছেন মানস ভুঁইয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =