কলকাতা: বাজেট পেশের দিন ৩ শতাংশ ডিএ-র কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। জানান হয়েছিল, মার্চ থেকেই বর্ধিত হারে ডিএ মিলবে। কিন্তু সেই ঘোষণার পর শুক্রবার আরও এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্ন। তাতে নয়া ঘোষণা করা হয়েছে। এবার জানান হয়েছে, ১ মার্চ থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। রাজ্যের তরফে এই ঘোষণার পর আদতে ক্ষোভ কিছুটা হলেও কমে কিনা সেটাই এখন দেখার।
আরও পড়ুন- বাজেট: যুবসমাজের জন্য ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’, কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা
বিষয় হল, ২০২১ সালের জানুয়ারি মাসে ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ বারের বাজেটে আরও ৩ শতাংশ যুক্ত হয়েছে। সব মিলিয়ে মার্চ মাস থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নবান্নর তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাতে বলা হয়েছে, সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুর নিগম এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা এই ডিএ পাবেন। আপাতত যা খবর, সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিক্ষোভ এখনও পর্যন্ত কমেনি, এই ঘোষণার পরেও না। তারা নিজেদের প্রতিবাদ কর্মসূচিতে অনড়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”চাকরি পেতে সুপ্রিম কোর্টে আবেদন! 1,911 Group D staffs approach Supreme Court” width=”835″>
‘সংগ্রামী যৌথ মঞ্চ’-এর মূল দাবি, বকেয়া সহ কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তাঁদের এবং স্বচ্ছভাবে শূন্যপদে স্থায়ী নিয়োগ দিতে হবে সরকারকে। তাঁদের বক্তব্য, পিজি শিক্ষকরা ইতিমধ্যেই মাসে ১৫ হাজার টাকা করে বঞ্চিত হচ্ছেন। ওদিকে বর্তমানে ৩৮ শতাংশ ডিএ বাকি। কেন্দ্রীয় সরকার আবার ৪ শতাংশ বৃদ্ধি করতে চলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে তারা নিজেদের আন্দোলন চালিয়ে যাবেন।