মালদহ: মালদহের প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ৷ মৃত্যু হয়েছে পাঁচ জনের৷ গুরুতম জখম হয়েছে আরও চার জন৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মৃতদের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার৷ আজ সন্ধ্যের মধ্যেই ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- BREAKING: রবীন্দ্র সরোবরে হবে না ছট পুজো, রাজ্যকে ‘সুপ্রিম’ নির্দেশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার মালদহের সুজাপুর এলাকায় সকাল ১১টা নাদাগ বিস্ফোরণটি ঘটে৷ কারখানার মেশিন থেকে আচমকা বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে খবর৷ মালদহের পুলিশ সুপার বলেন, ‘‘বিদ্যুৎ চালিত যন্ত্রে কোনও মেকানিক্যাল ফেলিওর ঘটায় এই বিপর্যয় হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে৷ অন্য কোনও কারণও থাকতে পারে৷ যা তদন্ত করে দেখা হচ্ছে৷ স্থানীয় মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ যাবতীয় উপকরণ পরীক্ষা করে দেখা হচ্ছে৷ আপাতত যান্ত্রিক ত্রুটির জেরেই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে৷ এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচ কর্মী৷’’
আরও পড়ুন- এক বছরে লাফিয়ে বৃদ্ধি ভোটার তালিকায়, জনবিস্ফোরণের ইঙ্গিত
আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, জেলা শাসক ও পুলিশ সুপার যুগ্মভাবে অকুস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছেন৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে হেলিকপ্টারে করে বিশেষভাবে মালদা যাচ্ছেন ফিরহাদ হাকিম৷ নিহত ও আহতরা আজ সন্ধ্যার মধ্যেই যাতে ক্ষতিপূরণের টাকা পান, সেই ব্যবস্থা করা হবে৷ নিহতরা পাবেন ২ লক্ষ টাকা৷ আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ সকল যাতে দ্রুত ক্ষতিপূরণ পায় সেই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি৷ বিপর্যয় সংক্রান্ত সমস্ত কার্যপ্রক্রিয়া নবান্ন থেকে নজর রাখা হচ্ছে৷
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাকা দেওয়ালও ধসে পড়েছে৷ কারখানার উপরে টিনের ছাউনির বেশিরভাগটাই উড়ে গিয়েছে৷ যে মেশিনে বিস্ফোরণটি ঘটেছে সেই মেশিনের একটা অংশ ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে৷ ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে তদন্ত করে দেখবেন৷ বিরোধীদের তরফে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে৷