শুভেন্দুর উপস্থিতিতে দিল্লিতে ৩ সাংসদ! কেন? অন্য সমীকরণ দেখছে রাজনৈতিক মহল

শুভেন্দুর উপস্থিতিতে দিল্লিতে ৩ সাংসদ! কেন? অন্য সমীকরণ দেখছে রাজনৈতিক মহল

9a4da0e163a36acea0a245075e6b97b3

কলকাতা:  কেন্দ্রীয় নেতৃত্বের তলবে দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক তাঁর৷ এদিকে শুভেন্দু দিল্লি যাওয়ার পরেই বুধবার সকালের বিমানে রাজধানী পৌঁছলেন তিন সাংসদ সৌমিত্র খাঁ, অর্জুন সিং ও নিশীথ প্রামাণিক৷ কেন তড়িঘড়ি দিল্লি ছুটলেন তাঁরা৷ এর পিছনে অন্য সমীকরণ দেখছে রাজনৈতিক মহল৷ 

আরও পড়ুন- তাল কাটতেই রাজীবের বিরুদ্ধে পাল্টা আক্রমণের পথে BJP, ময়দানে শুভেন্দু-সৌমিত্র

প্রাথমিকভাবে দলীয় সূত্রে বলা হচ্ছে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেই দিল্লি গিয়েছেন এই তিন সাংসদ৷ রাজ্যে যে ভাবে বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সে বিষয়ে বিস্তারিত ভাবে রাষ্ট্রপতিকে জানাতে চান বঙ্গ বিজেপি নেতারা৷  যদিও গোপন সূত্রে খবর, দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করবেন এই তিন সাংসদ৷ তাঁদের মধ্যে একটি বৈঠকও হবে৷ কেন বাংলার বাইরে এই বৈঠক? এখানেই মাথাচাড়া দিচ্ছে জল্পনা৷ তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার দিলীপ ঘোষের বৈঠকে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী সহ আরও বেশ কিছু নেতা৷ যদিও শুভেন্দু এখন দিল্লিতে রয়েছেন৷ 

রাজ্য নেতারা যখন পরাজয়ের কারণ বিশ্লেষণে ব্যস্ত সেই সময় দিল্লিতে রয়েছেন শুভেন্দু৷ রাজনীতির কারবারিরা বলছেন, রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের সমশক্তি হিসাবে আরও একটি শক্তি বিজেপি’র অন্দরে মাথাচাড়া দিয়ে উঠছে৷ আর সেই শক্তি শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করেই উত্থিত হচ্ছে৷ কারণ শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই বিরোধী দলনেতা নির্বাচিত করেছে দল৷ এর পর তাঁকে দিল্লি তলব৷ এবং এক কথায় তাঁকে প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া৷ এই সব কিছুই যথেষ্ট ইঙ্গিতবাহী৷

তাছাড়া রাজ্যের সাংগঠনিক দুর্বলাতা কাটিয়ে কী ভাবে দলকে চাঙ্গা করা যায় সে বিষয়ে কথা বলতে যেখানে রাজ্য সভাপতির আসার কথা, সেখানে এসেছেন শুভেন্দু অধিকারী৷ আর শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকাকালীন এই তিন সাংসদের দিল্লি যাওয়াটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *