তাল কাটতেই রাজীবের বিরুদ্ধে পাল্টা আক্রমণের পথে BJP, ময়দানে শুভেন্দু-সৌমিত্র

তাল কাটতেই রাজীবের বিরুদ্ধে পাল্টা আক্রমণের পথে BJP, ময়দানে শুভেন্দু-সৌমিত্র

কলকাতা:  দলের অন্দরে বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার তাঁর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক মহল৷ প্রকাশ্যে কেন্দ্রীয় নেতৃত্বের তীব্র সমালোচনা করেন তিনি৷ এর পরেই ময়দানে নামেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ৷ 

আরও পড়ুন- ৩৫৬ ধারা নিয়ে বিস্ফোরক ‘বেসুরো’ রাজীব, অস্বস্তিতে বিজেপি শিবির

বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই উল্টো হাওয়া বইতে শুরু করেছে৷ দলত্যাগী নেতারা ফের তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে৷ জল্পনা রয়েছে মুকুল পুত্র শুভ্রাংশকে নিয়েও৷ এরই মধ্যে বেসুরো রাজীব বোমা ফাটালেন ফেসবুক পোস্টে৷ গতকাল তিনি লেখেন, ‘‘অনেক সমালোচনা হল…কথায় কথায় দিল্লি ৩৫৬ ধারার জুজু দেখালে হবে না৷ এই জুজু দেখালে ভালো ভাবে নেবে না বাংলার মানুষ৷ বিপুল জনসমর্থন নিয়ে আসা সরকারে সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে ৩৫৬ ধারার জুজু দেখালে চলবে না৷ রাজনীতির ঊর্ধ্বে উঠে দুর্যোগ বিধ্বস্ত বাংলার পাশে থাকতে হবে৷ যশ ও করোনা বিধ্বস্ত বাংলার পাশে থাকা উচিত আমাদের সকলের৷’’  

এর পরেই রাজীবের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানাতে শুরু করেন শুভেন্দু ও সৌমিত্র৷ খোঁচা দিয়েই শুভেন্দু বলেন, ‘‘রাজীব কি বলেছেন জানা নেই৷ তবে এখন ঘরছাড়া তৃণমূল কর্মীদের পাশে থাকার সময়৷ যাঁরা জোমজুডে রাজীব বন্দ্যোপাধ্যায় বা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হয়ে ভোট করেছেন, তাঁদের পাশে দাঁড়ানোর সময়৷ অত্যাচার বন্ধ করতে হবে৷ তার পর ব্যক্তিগত মত জানানো যেতে পারে৷’’ 

থেমে থাকেননি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও৷ টুইট করে তিনি বলেন, ‘‘৪২ হাজার ভোটে হারার পর মনে পড়ল? বিজেপি’র ৪২ জন কর্মী মারা গিয়েছেন৷ এই সময় চুপ করে থাকার অর্থ শাসক দলকে সমর্থন করা৷’’ রাজীবের বিরুদ্ধে যে ভাবে ঝাঁঝাল আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা তাতে, অনেকেই মনে করছেন রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *