কলকাতা: উত্তরে সময়ের আগেই ঢুকেছে বর্ষা৷ কিন্তু হাঁসফাঁস অবস্থা দক্ষিণে৷ গত কয়েকদিন একটুও নড়েনি মোসুমী বায়ু৷ তবে এবার কিছু হলেও স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ কিছুটা অগ্রসর হল বর্ষা।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার মালদহের ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উত্তরসীমা বিস্তৃত রয়েছে। যে দেখে বলা যায়, দক্ষিণবঙ্গের দোরগোড়ায় বর্ষা। তবে আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবারের আগে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা প্রায় নেই৷
আরও পড়ুন- ৯ দিনে ‘যুদ্ধ’ জিতে বাড়ি ফিরলেন রেণু, নতুন জীবন শুরুর অপেক্ষা
গত ৩ জুন থেকে প্রায় টানা ১০ দিন মৌসুমীবায়ুর উত্তরসীমা একই জায়গায় স্থির ছিল৷ সেখান থেকে কিছুটা অগ্রসর হয়ে উত্তরবঙ্গের আরও ৩টি জেলায় বর্ষা ঢুকে পড়ল বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার থেকে বর্ষা ঢুকেছে মালদহের একাংশ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। কার্যত ভারত – বাংলাদেশ সীমান্তের ওপর রয়েছে বর্ষার অবস্থায়। তবে দক্ষিণবঙ্গে এথনও অস্বস্তিকর গরম৷ সেই সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি৷ যা থেকে মুক্তির সম্ভাবনা এখনই নেই।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী ৫ দিনেউত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে৷ তবে শুরুতেই ঝোড়ে ইনিংসের সম্ভাবনা নেই। অর্থাৎ ভারী বর্ষণের সম্ভাবনা খুবই কম। অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলছে এখনই। ফি বছর ৮ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে। কিন্তু এবার অন্তত ১ সপ্তাহ দেরিতে আগমন ঘটছে বর্ষার।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>