বাংলা ছবির জৌলুস বেড়েছে! KIFF-র উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন মমতা

বাংলা ছবির জৌলুস বেড়েছে! KIFF-র উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন মমতা

কলকাতা: ২৭ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হয়ে গেল আজ। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল সাংসদ নির্বাচিত হওয়া শত্রুঘ্ন সিনহা, ছিলেন তাঁর স্ত্রীও। এছাড়াও তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ থেকে শুরু করে বাবুল সুপ্রিয়, নুসরত জাহান, পরমব্রত, রাজ চক্রবর্তী থেকে শুরু করে দেব, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ, মাধবী সহ একাধিক গণ্যমান্য তারকারা। এবারের উদ্বোধনী ছবি ‘অরণ্যের দিনরাত্রী’। এছাড়াও ৪০ টি দেশের ১৬০ টি ছবি দেখানো হবে। আগামী ১ মে পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।

আরও পড়ুন- কী অসভ্য, বেয়াদপ বাচ্চা! তৈমুরের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা

এদিন এই অনুষ্ঠান উদ্বোধন করেন মমতা বলেন, এখন বাংলা ছবির জৌলুস বেড়েছে। বাংলা ছবির উন্নতিতে সরকার কাজ করেছে বলেও জানান তিনি। এছাড়াও বলেন, পুরনো বাংলা ছবি সংরক্ষণ করা হচ্ছে, একই সঙ্গে সিনে মিউজিয়ম তৈরি হচ্ছে। বারুইপুরে টেলি অ্যাকাডেমি হয়েছে বলেও অবগত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নিজের বক্তৃতার শুরুতে তাদের কথা বলেন মমতা যারা এই জগত ছেড়ে চলে গিয়েছেন। তিনি স্মৃতিচারণ করেন লতা মঙ্গেশকরের। জানান, তিনি তাঁকে বঙ্গবিভূষণ দিতে চেয়েছিলেন কিন্তু তা সম্ভব হয়নি কারণ লতাজি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি। তবে তিনি যে তাঁর সঙ্গে ফোনে কথা বলেছিলেন তা তিনি মনে করান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =