চাকরি গেল ২৬৯ জনের! প্রাথমিক টেটের এতজনকে বরখাস্তের নির্দেশ

চাকরি গেল ২৬৯ জনের! প্রাথমিক টেটের এতজনকে বরখাস্তের নির্দেশ

কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিল আদালত। সোমবার মামলার শুনানি চলাকালীন একদিকে যেমন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে ২৬৯ জনকে বরখাস্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি। সকলের বিরুদ্ধেই দুর্নীতি প্রমাণ হয়েছে।

আরও পড়ুন- এটা কি মগের মুলুক? কার সুপারিশে চাকরি? চুত্তি ভিত্তিক শিক্ষক মামলায় ভর্ৎসনা হাই কোর্টের

ঠিক কী অভিযোগ ছিল এই ২৬৯ জনকে নিয়ে? মামলাকারীদের বক্তব্য, ২০১৪ সালের প্রাথমিক টেটে এই ২৬৯ জনকেই বেছে বেছে ১ নম্বর বেশি দেওয়া হয়েছিল। প্রাথমিক শিক্ষা সংসদ এই বেশি নম্বর কেন দেওয়া হয়েছিল তা এখনও ব্যাখ্যা করতে পারেনি। ২৩ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে বেছে বেছে এই ২৬৯ জনকে ১ নম্বর বেশি দেওয়া হল কেন, এর উত্তর তাই মেলেনি। এই অভিযোগ শোনার পরেই তাদের বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি তাদের বেতন বন্ধ করার নির্দেশও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে, স্কুলে প্রবেশ করতে পারবেন না তারা কেউই।

এদিকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে সোমবার বিকেল সাড়ে ৫ টার মধ্যেই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে এও জানান হয়েছে যে, তাঁকে গোয়েন্দাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। তা যদি না করা হয় তাহলে সিবিআই চাইলে তাঁকে হেফাজতে নিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *