‘দূষিত পানীয় জল’ খেয়ে কলকাতায় দু’জনের মৃত্যু ঘিরে আতঙ্ক, তদন্তের নির্দেশ ফিরহাদের

‘দূষিত পানীয় জল’ খেয়ে কলকাতায় দু’জনের মৃত্যু ঘিরে আতঙ্ক, তদন্তের নির্দেশ ফিরহাদের

কলকাতা:  খাস কলকাতায় দূষিত পানীয় জলের অভিযোগকে কেন্দ্র করে আতঙ্ক৷ দূষিত জল খেয়ে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগও উঠেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে কলকাতায়৷ যদিও অভিযোগ মানতে নারাজ কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি ওই এলাকার জল সংগ্রহ করে ল্যাবে পাঠানোর নির্দেশও দিয়েছেন৷ 

আরও পড়ুন-  ভোটের আগেই গ্রেফতার হতে পারেন একাধিক তৃণমূল নেতা! ফের উত্তপ্ত নন্দীগ্রাম

জানা গিয়েছে, এই দূষিত জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন মাদককাণ্ডে ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামীও৷ পাশাপাশি মৃত্যু হয়েছে বিচারাধীন এক বন্দির৷ ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছে আরও পাঁচ বন্দি৷ তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গিয়েছে, কলের পাইপ ফেটে তার মধ্যে নিকাশি নালার জল ঢুকেই দূষণ ছড়িয়েছে৷ অন্যদিকে এই জল খেয়ে মৃত্যু হয়েছে কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর শশীশেখর বসু রোডের শ্রমিক আবাসনের বাসিন্দা  ভুবনেশ্বর দাস নামে এক ব্যক্তির৷ তাঁর বয়স ৫৫ বছর৷ এই জল খেয়ে আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন অভিযোগ৷ ১১ মার্চ থেকে এলাকায় শুরু হয় পানীয় জলের ভোগান্তি৷ 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন ধরেই পানীয় জলে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল৷ এর পরেই জল খেয়ে এলাকায় বেশ কিছু মানুষের ডায়ারিয়া শুরু হয়৷ জলে দুর্গন্ধ থাকায় অনেকেই জল কিনে খেতে শুরু করেন৷ কিন্তু অনেকেই কলের জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন৷ এই জল খেয়েই মৃত্যু হয় ভুবনেশ্বর দাসের৷ হাসপাতালে ভর্তি রয়েছে তাঁর স্ত্রী ও জামাই৷ তবে দূষিত জল খেয়ে মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে কলকাতা পুরসভা৷ ফিরহাদ হাকিম বলেন, ‘‘যে কোনও মৃত্যুই দুঃখজনক৷ তাঁর পরিবারের প্রতি আমি সমব্যথী৷ কিন্তু আমি শুনেছি উনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন৷ এছাড়াও ওঁনার অন্যান্য অসুখও ছিল৷’’

আরও পড়ুন- গৃহযুদ্ধে তপ্ত বিজেপি! ‘ছোটো ঘটনা’, দাবি শমীকের, ‘খুব স্বাভাবিক’, বললেন সৌগত

এই ঘটনার পর আলিপুর মহিলা জেলে গিয়েও জলের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তবে আপাতত ওই এলাকায় সকাল বিকেল তিনটে করে জলের গাড়ি পাঠানো হচ্ছে৷ ফিরহাদ হাকিম জানান, এই খবর পাওয়া মাত্র জলসরবরাহ বিভাগের ডিজিকে ওই এলাকায় পাঠানো হয়েছে৷ নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে তাঁকে৷       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =