রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ, আক্রান্ত ৭ বছরের শিশু

রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ, আক্রান্ত ৭ বছরের শিশু

কলকাতা:  এবার রাজ্যে ওমিক্রন হানা৷ হায়দরাবাদ ফেরত সাত বছরের শিশুর শরীরে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হদিশ৷ আক্রান্ত শিশুর বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কায়৷ 

আরও পড়ুন- আছে দু’তলা ভবন, কিন্তু নেই পড়ুয়া! জঙ্গলমহলে বন্ধ একাধিক স্কুল

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটিকে আইসোলেশনে রাখা হয়েছে৷ আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় এসেছিল শিশুটির পরিবার৷ তাঁদের সকলেরই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল৷ শিশুটির ক্ষেত্রে জিন বিশ্লেষণ করে দেখা গিয়েছে তার শরীরে ওমিক্রম প্রজাতি কোভিড ভাইরাস রয়েছে৷ এর পরেই হায়দরাবাদ থেকে রাজ্য সরকারের কাছে খবর আসে এবং শিশুটিকে চিহ্নিত করার কাজ শুরু হয়৷ তার খোঁজ মেলে মুর্শিদাবাদে৷ এমনটাই রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর৷ এর পরেই শিশুটিকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়৷ তবে এখনও পর্যন্ত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়নি৷ তবে তাকে হাসপাতালে ভর্তি করা হবে বলেই স্বাস্থ্য দফতর সূত্রে খবর৷ পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতরের তরফেও শিশুটির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে৷ তবে শিশুটি আপাতত সুস্থ রয়েছে বলেই রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর৷ তার শরীরে মৃদু উপসর্গ রয়েছে৷  

জানা যাচ্ছে, আবু ধাবি হয়ে প্রথমে হায়দরাবাদ ও পরে কলকাতায় ফিরেছিল ওই শিশুটির পরিবার৷ তাঁরা ঠিক কোথা থেকে ফিরেছেন তা এখনও জানা যায়নি৷ শিশুটির পাশাপাশি তার বাবা-মাকেও আইসোলেশনে রাখা হচ্ছে৷ বহরমপুর মেডিক্যাল কলেজে শিশুটিকে ভর্তি করা হতে পারে বলে শোনা যাচ্ছে৷ আবার কলকাতাতেও নিয়ে আসা হতে পারে৷ তবে হায়দরাবাদ থেকে শিশুটির রিপোর্ট এসে পৌঁছনোর পর শিশুটিকে চিহ্নিত করতে বেশ কিছুটা বিলম্ব হয়ে যায়৷ যা উদ্বেগে রাখছে স্বাস্থ্য দফতরকে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + two =