কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে অনশনে কলকাতার ১০ রাজনৈতিক বন্দি

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে অনশনে কলকাতার ১০ রাজনৈতিক বন্দি

80cfb07370bc5e099f913c93908be79a

কলকাতা:  তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সিঙ্ঘু সীমান্তে চলছে কৃষকদের আন্দোলন৷ কেন্দ্রের সঙ্গে একাধিক বৈঠকেও বরফ গলেনি৷ বরং বেড়েছে আন্দোলনের উত্তাপ৷ কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল৷ এবার কৃষকদের সমর্থন জানিয়ে কলকাতার জেলে অনশন আন্দোলন শুরু করলেন ১০ রাজনৈতিক বন্দি৷ রবিবার থেকে শুরু হয়েছে তাঁদের অনশন৷

আরও পড়ুন- বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষণ শোভন, গুরুত্বপূর্ণ দায়িত্ব বৈশাখীকেও

দমদম সেন্ট্রাল জেলে থাকা এই ১০ রাজনৈতিক বন্দির বক্তব্য, এই তিন কৃষি আইন কৃষক বিরোধী৷ এই আইনের ফলে লাভবান হবে দেশের কর্পোরেট সংস্থাগুলি৷ তাঁদের অভিযোগ, কৃষকদের স্বার্থ উপেক্ষা করে করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই কৃষি আইন পাশ করেছে কেন্দ্রের বিজেপি সরকার৷ জানা গিয়েছে, সোমবার থেকে কৃষক আইনের বিরোধিতা করে অনশনে বসতে চলেছে মুর্শিদাবাদের বহরমপুর সেন্ট্রাল জেলের ৮ জন রাজনৈতিক বন্দি৷ 

প্রসঙ্গত, গত এক মাস ধরে প্রবল শীত উপেক্ষা করে দিল্লির উপকণ্ঠে চলছে কৃষকদের আন্দোলন৷ তাঁদের অভিযোগ, এই আইনের ফলে এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য থেকে বঞ্চিত হবে কৃষকরা৷ মান্ডি ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে৷ অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের আশ্বাস, এই আইন কৃষকদের স্বার্থ সুরক্ষিত করবে৷ এর ফলে যেখানে ইচ্ছা ফসস বিক্রি করতে পারবেন কৃষকরা৷ ন্যূনতন সহায়ক মূল্য থেকে বঞ্চিত হতে হবে না তাঁদের৷ 

আরও পড়ুন- ‘এক বাপের ব্যাটা হলে ডায়মণ্ডহারবার তুলে দেখাক’! শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের

কৃষি বিল নিয়ে এই জট কাটাতে ইতিমধ্যেই পাঁচ দফা বৈঠক হয়েছে৷ কিন্তু মেলেনি রফা সূত্র৷ কেন্দ্র কৃষি আইন সংশোধনে সম্মতি জানালেও, নিজেদের অবস্থান থেকে এক চুলও নরতে নারাজ বিক্ষুব্ধ কৃষকরা৷ তাঁদের দাবি, এই তিনটি আইন পুরোপুরি প্রত্যাহার করতে হবে৷ আগামীকাল ফের আলোচনার টেবিলে বসবেন তাঁরা৷ কৃষি আইন বাতিল করা না হলে ৩০ তারিখ ট্রাক্টর মার্চের হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা৷      

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *