বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষণ শোভন, গুরুত্বপূর্ণ দায়িত্ব বৈশাখীকেও

কলকাতা: পরের বছর বিধানসভা ভোটে জিততে মরিয়া বিজেপি। সেই কারণে কলকাতা জোনে সাংগঠনিক রদবদল করেছে গেরুয়া শিবির। দলের বর্তমান নেতাদের পাশাপাশি দায়িত্ব দেওয়া হয়েছে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে দলের কলকাতা জোনের পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। সহ আহ্বায়কের পদের দায়িত্ব পেয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রবিবার একথা ঘোষণা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

7f61c76c84773284e6cf243d1b5a8e5a

কলকাতা: পরের বছর বিধানসভা ভোটে জিততে মরিয়া বিজেপি। সেই কারণে কলকাতা জোনে সাংগঠনিক রদবদল করেছে গেরুয়া শিবির। দলের বর্তমান নেতাদের পাশাপাশি দায়িত্ব দেওয়া হয়েছে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে দলের কলকাতা জোনের পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। সহ আহ্বায়কের পদের দায়িত্ব পেয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রবিবার একথা ঘোষণা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের ৫ পর্যবেক্ষককে রাজ্যের বিভিন্ন বিষয় দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ৭জন মন্ত্রীকেও দায়িত্বে আনা হয়েছে। কলকাতা জোনের দায়িত্ব পেয়েছেন উত্তরপ্রদেশে সংগঠনের নেতা সুনীল বনসল। এবার কলকাতায় নির্বাচনী লড়াইয়ের তৃণমূলের থেকে এগিয়ে থাকতে শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে এবং অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হল। কলকাতার পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন শোভন। বৈশাখী কলকাতা জোনের সহ-আহ্বায়ক। এই পদে শঙ্কুদেব পণ্ডাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এই জোনে বিজেপির আহ্বায়ক দলের যুব মোর্চার প্রাক্তন সভাপতি দেবজিৎ সরকার।

কয়েক বছর আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূলে ছিলেন তিনি অন্যতম কাণ্ডারী। বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর মতো দক্ষ নেতাকে কাজে না লাগানোয় জল্পনার সূত্রপাত হয়েছিল। অনেকেই বলেছিলেন বিজেপিতে ঠুঁটো জগন্নাথ হয়ে থাকবেন শোভন। কিন্তু দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির নেতারা ক্রমাগত বলে যাচ্ছিলেন শোভন চট্টোপাধ্যায়ের মতো অভিজ্ঞ মানুষকে সময়মতো কাজে লাগাবে দল। সেই কাজাই করল বিজেপি। বিধানসভা ভোটের আগে শোভনকে পর্যবেক্ষক নিযুক্ করল তারা। পাশাপাশি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *