লন্ডন: বৃহস্পতিবার স্কটল্যন্ডের বারমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তাঁর উত্তরাধিকার হিসাবে ব্রিটেনের মসনদে বসলেন প্রিন্স চার্লস। রীতি অনুসারে, রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই তিনি রাজা হিসাবে শপথ গ্রহণ করলেন। এখন থেকে তিনি কিং চার্লস। আর পদ পেয়েই প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। বললেন, মায়ের প্রতি তাঁর ভালোবাসার কথা।
আরও পড়ুন- ভয়ঙ্কর ভূমিকম্পে মৃত বহু, তবে বাড়ি থেকে বেরনো নিষেধ এই দেশে!
জাতির উদ্দেশে ভাষণে কিং চার্লস বলেন, তাঁর মা আজীবন যে পরিষেবা দিয়ে গিয়েছেন, সেই কাজই তিনি বহাল রাখতে চান। মা তাঁর জীবন সাধারণ মানুষের মঙ্গলকামনায় উৎসর্গ করেছিলেন। এখন থেকেই সেই একই কাজ তিনি করবেন। একই সঙ্গে তিনি এও বলেন, তাঁর মায়ের চলে যাওয়া, এই ক্ষতি অপূরণীয়। পাশাপাশি তাঁর মায়ের প্রতি ভালোবাসার কথাও ব্যক্ত করেন কিং চার্লস। বলেন, ”মা, পরিবারের প্রতি তোমার ভালোবাসা এবং দেশের জন্য তুমি যে কাজ করে এসেছ এত বছর ধরে, তার জন্য তোমাকে ধন্যবাদ।”
রানী দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হওয়ায় ঘটনায় বিভিন্ন দেশের মতোই ভারত শোক প্রকাশ করেছে। আর শুক্রবার সরকারের তরফে জানান হয়েছে যে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালিত হবে দেশে। স্বরাষ্ট্রমন্ত্রক এই মর্মে এক বিবৃতি প্রকাশ করেছে। আগামী ১১ সেপ্টেম্বর এক দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সে দিন দেশের সমস্ত সরকারি দফতর ও অন্যান্য জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কোনও রকম সরকারি কাজ সেই দিন হবে না।