জেনেভা: ২০১৯ সালের শেষ দিক থেকে দাপট দেখাতে শুরু করেছিল করোনা ভাইরাস। বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করার প্রায় ২ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এই ভাইরাসের ভয় কিছু কমেনি। টিকাকরণ শুরু হয়ে গিয়েছে বহু মাস। সংক্রমণ যে আগের থেকে কমেনি তা নয়, কিন্তু করোনার তেজ যে নির্মূল হয়েছে তা একদমই বলা যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো অনেক আগেই থেকে সতর্ক করে আসছিল যে করোনার ভয় কমেনি এখনও। সেই সতর্কবার্তা বড় তথ্য সামনে আনল এখন। বিশ্বব্যাপী এখনও কত মানুষের মৃত্যু হচ্ছে তা একটা পরিসংখ্যান দিয়েছে তারা। এই তথ্য আতঙ্কিত করবে।
আরও পড়ুন: খুব দ্রুত আগমণ ঘটাবে ‘ডিজিজ এক্স’! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও বিশ্বব্যাপী প্রতি ৪৪ সেকেন্ডে এক জনের মৃত্যু হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে! এই তথ্য ভয় পাওয়ালেও অন্য পরিসংখ্যানগুলি কিছুটা হলেও স্বস্তি দেবে। ‘হু’ বলছে, গত ফেব্রুয়ারি মাস থেকে বিশ্বজুড়ে কোভিডে মৃত্যুর হার প্রায় ৮০ শতাংশ কমে গিয়েছে। অন্যদিকে সংক্রমণ এবং সংক্রমণে মৃত্যুর হারও কমছে। তবে এখনই যে চূড়ান্ত স্বস্তির সময় এসে গিয়েছে তা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পষ্ট বক্তব্য, অতিমারি এখনও শেষ হয়নি। যদি কেউ ভেবে থাকে তা হয়েছে, তবে সেটা মারাত্মক ভুল। কিন্তু এটাও ঠিক, করোনা বিধি এবং টিকাকরণ মেনেই চলায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগের থেকে। তাই আপাতত সব নিয়ম মেনে চলার কথাই মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এদিকে টিকা নিয়ে গবেষকদের ধারণা, যত দিন যাচ্ছে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলছে যা আগেরটার থেকে বেশি ভয়ঙ্কর। ফলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেই আগের থেকে উন্নত করতে হবে। যে টিকা নেওয়া আছে তা হয়তো নতুন প্রজাতির বিরুদ্ধে তেমনভাবে কাজ করবে না, এই আশঙ্কাতেই প্রত্যেক বছর একটি করে করোনা টিকা নিতে হতে পারে।