LIC আছে? এবার এই বিমা সংস্থাকেও বেচে দেওয়ার তোড়জোড় কেন্দ্রের!

LIC আছে? এবার এই বিমা সংস্থাকেও বেচে দেওয়ার তোড়জোড় কেন্দ্রের!

3 stocks recomended

নয়াদিল্লি: এবার লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (এলআইসি)-এর ২৫ শতাংশ শেয়ার বিক্রির উদ্যোগ নিল কেন্দ্র৷ এ বিষয়ে এখন শুধু কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা৷ এলআইসি’র শেয়ার বিক্রি করতে ইতিমধ্যে আইন সংশোধনের চিন্তাভাবনাও শুরু করেছে কেন্দ্র৷ ওয়াকিবহাল মহল বলছে, বাজেট ঘাটতি মেটাতেই বড় অঙ্কের শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার৷ 

আরও পড়ুন- উৎসবে আগেই গাড়ি-বাড়ি, সোনার ঋণে সুদ কমাল SBI

 

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনে এলআইসি’র শেয়ার বিক্রির বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ এবার এই উদ্দেশে আইন সংশোধনের পরিকল্পনা করছে সরকার৷ প্রাথমিকভাবে পাবলিক অফারের (আইপিও) মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত এই বিমা সংস্থার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থাও দুর্বল হয়ে পড়েছে৷ চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসের মধ্যেই জিডিপি ২৪ শতাংশ হ্রাস পেয়েছে৷ এই অবস্থায় এলআইসি’র শেয়ার বিক্রি করা হলে, কিছুটা হলেও টাকা ঢুকবে সরকারের ঘরে৷ সূত্রের খবর, এই বিপুল পরিমাণ শেয়ার বিক্রির ফলে ২ লক্ষ কোটি টাকার বেশি লাভ হবে সরকারের৷ 

আরও পড়ুন- চেক কেটে লেনদেন করেন? বদলে যাচ্ছে নিয়ম! এবার ব্যাঙ্কেও জানতে তথ্য

 

জানা গিয়েছে, এলআইসি’র শেয়ার বিক্রির আগে কেন্দ্রকে সংসদ আইন পরিবর্তন করতে হবে৷ এই আইনের আওতাতেই গঠিত হয়েছিল ভারতের সবচেয়ে বড় জীবন বিমা সংস্থা এলআইসি৷ সংসদ আইন সংশোধন করে এলআইসি’র ২৫ শতাংশ শেয়ার বিক্রি করার চিন্তাভাবনা করেছে সরকার৷ তবে অবিলম্বে ১০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে৷ এর ফলে সরকারের লাভ হবে প্রায় ৮০ হাজার কোটি টাকা৷ এর জন্য আইপিও তৈরির কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সূত্রের খবর৷ 

 

বর্তমানে এলআইসি’তে ৩৪ কোটিরও বেশি পলিসি রয়েছে৷  এই রাষ্ট্রায়ত্ব বিমা সংস্থার মোট সম্পত্তির পরিমাণ ৩২ লক্ষ কোটি টাকা৷ ১ লক্ষেরও বেশি কর্মী রয়েছে এলআইসি-তে৷ এজেন্টের সংখ্যা প্রায় ১২ লক্ষ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে এলআইসি’র পলিসি হোল্ডারদের উপর প্রভাব পড়েত পারে বলে ওয়াকিবহাল মহলের অভিমত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =