কলকাতা: চেক জালিয়াতি রুখতে নতুন বছরে নতুন নিয়ম কার্যকর করছে রিজার্ভ ব্যাঙ্ক৷ ৫০ হাজার বা তার বেশি অঙ্কের চেক দেওয়ার ক্ষেত্রে নতুন করে তথ্য ব্যাঙ্কে জমা করাতে হবে৷
সাধারণ, এতদিন ৫০ হাজারের বেশি লেনদেন হলে প্যান কার্ড ও চেকের উপর নির্দিষ্ট জায়গায় প্রাপকের নাম, টাকার অঙ্ক এবং তারিখ উল্লেখ করতে হত৷ কিন্তু, নতুন নিয়মে তা অপরিবর্তিত থাকলেও বদলে যাচ্ছে ৫০ হাজারের বেশি লেনদেনের বিষয়টি৷ আলাদা করে ব্যাঙ্কেও জানাতে হবে, কেন, কীকারণে তিনি এই চেক দিচ্ছেন৷
আরবিআইয়ের দাবি, যেভাবে গোটা দেশজুড়ে চেক জালিয়াতি বাড়ছে, তাতে রুখতেই এই ব্যবস্থা৷ বাড়তি সতর্কতাই গ্রাহককে সুরক্ষিত রাখবে বলেও মত আরবিআইয়ের৷ আগামী বছর পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে নয়া নিয়ম৷ ৫ লক্ষ টাকা বা তার বেশি অঙ্কের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক করার কথা ভাবা হচ্ছে৷
প্রযুক্তির মাধ্যমে দেশজুড়ে ব্যাঙ্ক জালিয়াতির সংখ্যা লাফিয়ে বাড়ছে৷ চেক সংক্রান্ত প্রতারণার অভিযোগও রয়েছে যথেষ্ঠ৷ বেশিরভাগই বড় অঙ্কের চেক৷ ফলে, পরিস্থিতির গুরুত্ব বুঝে ৫০ হাজার টাকা লেনদেনে ক্ষেত্রে সুরক্ষা বাড়াতে চাইছে কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তথ্য দেওয়া যেতে পারে৷ এসএমএস কিংবা বা এটিএমে গিয়ে তা জানানোর ব্যবস্থা আসতে চলেছে৷
আরবিআইয়ের দাবি, চেকে লেখা ও গ্রাহকের পাঠানো তথ্য মিলিয়ে দেখা হবে৷ তারপরই চেক ‘ক্লিয়ারেন্সে’ পাঠানো হবে৷ ৫০ হাজার টাকা বা তার বেশি অঙ্কের চেকের ক্ষেত্রে নতুন নিয়ম বাধ্যতামূলক না হলেও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারেন গ্রাহকরা৷