নয়াদিল্লি: কোভিড পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি৷ সেপ্টেম্বর মাসে কমপক্ষে ১.০৪ মিলিয়ন মানুষ নতুন করে কাজে যোগ দিয়েছেন৷ পে-রোল ডাটায় এমনই তথ্য জানিয়েছে ইমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)৷
আরও পড়ুন- কেন বিনিয়োগ করবেন গোল্ড মিউচুয়াল ফান্ডে? জেনে নিন কারণ
করোনা সংক্রমণ রুখতে গত মার্চ মাসে শুরু হয় লকডাউন৷ এর পর এপ্রিল মাসের মধ্যে ব্যাপক পরিমাণে বেড়ে যায় বেকারত্বের সংখ্যা৷ তার পর থেকে গত পাঁচ মাসে একটু একটু করে ফের উর্ধ্বমুখী হয় গ্রাফ৷ সেপ্টেম্বর মাসের প্রভিশনাল ডাটা অনুসারে এই মাসে ১০,৪৭,১৬৭ নতুন চাকরির সংযোজন ঘটেছে৷ আপডেট তথ্য বলছে জুলাই ও অগাস্ট মাসে এই সংখ্যাটা ছিল ৬,৬৮,৩৮৪ এবং ৭,১৯,১১৬৷ অক্টোবর মাসে ইপিএফও জানিয়েছিল, অগাস্ট মাসে ৬,৬৯,৯১৪ নতুন উপভোক্তার অন্তর্ভুক্তি হয়েছে৷ একইভাবে অক্টোবর মাসে ইপিএফও জানিয়েছিল জুলাই মাসে ৬,৪৮,০৭৭ জন উপভোক্তার অন্তর্ভুক্তি হয়েছে৷ অবসর গ্রহণ তহবিল সংস্থা জানিয়েছে, বেতনভিত্তিক সংযোজনের ক্ষেত্রে ধীরে ধীরে বৃদ্ধি ঘটছে৷ প্রাক-কোভিড -১৯ স্তরের দিকে এগিয়ে চলেছে৷ গত তিন মাসে কর্মসংস্থান পুনরুদ্ধারের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাত, তামিলনাড়ু এবং কর্ণাটক৷
আরও পড়ুন- অনলাইন কেনাকাটা করেন? সাবধান! ২ কোটি গ্রাহকের তথ্য চুরির আশঙ্কা
লকডাউন শুরু হওয়ার পর সারা দেশজুড়ে ব্যাপক আর্থিক সংকট দেখা দেয়৷ একাধিক কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়৷ বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন৷ শুরু হয় অর্থনীতির বেহাল দশা৷ সেপ্টেম্বর মাসে অনেকটাই উর্ধ্বমুখী কর্ম সংস্থান৷ জনা গিয়েছে, চাকরিতে নতুন সংযোজনের ক্ষেত্রে ৪,৪৮,২৩৩ জনই ছিলেন ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ যা অগাস্ট মাসের চেয়ে প্রায় ৫১ হাজার বেশি৷ শ্রমিক স্তরে ১৮ থেকে ২৫ বছরের কর্মীদের খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়৷ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর জন্য তাঁদের ভূমিকা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ ইপিএফও জানিয়েছে, সেপ্টেম্বরের জন্য নেট পে-রোল সংযোজন ছিল ১.৪৯ মিলিয়নেরও বেশি৷ এর মধ্য এমনও অন্তর্ভুক্তি রয়েছে যাঁরা একটি সংস্থা ছেড়ে অন্য সংস্থায় চাকরি পেয়ে ইপিএফও বিভাগে ফিরে এসেছে৷