অনলাইন কেনাকাটা করেন? সাবধান! ২ কোটি গ্রাহকের তথ্য চুরির আশঙ্কা

অনলাইন কেনাকাটা করেন? সাবধান! ২ কোটি গ্রাহকের তথ্য চুরির আশঙ্কা

নয়াদিল্লি: করোনা আবহে বেড়েছে অনলাইন নির্ভরতা৷ অনলাইন কেনাকাটার চল এক লাফে বহুগুণ বৃদ্ধি পেয়েছে৷ করোনা আবহে যখন বাড়ছে অনলাইন নির্ভরতা, ঠিক তখন ই-কমার্স সংস্থার পরিষেবা ব্যবহার করে বিপাকে ভারতের প্রায় ২ কোটি ব্যবহারকারী৷

জানা গিয়েছে, হ্যাকার হানার কবলে পড়েছে ই-কমার্স সংস্থা বিগ বাস্কেট৷ সেখানে প্রায় দু’কোটির বেশি ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছেন সাইবার সুরক্ষা সংস্থা সাইবল৷ রিপোর্ট প্রকাশ্যে আসতেই বেড়েছে উদ্বেগ৷বিষয়টি নিয়ে বিগ বাস্কেট কর্তৃপক্ষ ইতিমধ্যেই বেঙ্গালুরু পুলিশের সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছে৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ৷ সাইবলের দাবি, গত ৩০ অক্টোবর ই-কমার্স সংস্থা বিগ বাস্কেট হ্যাক করা হয়েছে৷ ওই সংস্থার তথ্য ভাণ্ডার বা সার্ভারে হানা দিয়েছে হ্যাকারা৷ গত ১ নভেম্বর বিগ বাস্কেট সংস্থাকে এবিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে সাইবলের তরফে৷ তাদের দাবি, ই-কমার্স সংস্থার থেকে নেওয়া প্রায় ২ কোটি গ্রাহকের তথ্য ডার্ক ওয়েব (যেখানে কোনও ব্যক্তি, রাষ্ট্রের কোনও নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ করাও যায় না৷) ৩০ লক্ষ টাকায় বিক্রির চেষ্টা হয়েছে৷ মূলত এই ডার্ক ওয়েব ব্যবহার করে হ্যাকিংয়ের মতো অপরাধ ঘটানো হয়৷

ব্লগ প্রকাশ করে সাইবল জানিয়েছে, ডার্ক ওয়েবে নজরদারির সময় তারা জানতে পেরেছে, বিগ বাস্কেটের সার্ভার বা তথ্যভাণ্ডারে তথ্য ৪০ হাজার ডলারে বিক্রি হয়ে গিয়েছে৷ ফাঁস হওয়া ডেটা ‘মেম্বার_মেম্বার’ নামের ফাইলটি বিক্রি হয়ে গিয়েছে৷ ওই ফাইলটি কিছু না হলেও ১৫ জিবির কাছাকাছি৷ সেখানে প্রায় দু’কোটি গ্রাহকের তথ্য রয়েছে বলে জানা গিয়েছে৷

কী কী তথ্য ফাঁস হয়ে থাকতে পারে? জানা গিয়েছে, গ্রাহকদের নাম থেকে শুরু করে ইমেল আইডি, পাসওয়ার্ড হ্যাশ এমনকি মোবাইল ফোন, ঠিকানা, জন্ম তারিখ৷ ওই গ্রাহকের  ভৌগোলিক অবস্থানও ফাঁস হয়ে থাকতে পারে৷
গোটা ঘটনার কথা ফাঁস হওয়ার পর  গ্রাহকদের আশ্বস্ত করে বিগ বাস্কেট জানিয়েছে, গ্রাহকের গোপনীয়তা রক্ষা করা তাঁদের কাছে প্রধান অগ্রাধিকার৷ কিছু তথ্য ফাঁস হয়ে গেলেও গ্রাহকদের ডেবিট-ক্রেডিট কার্ড ও আর্থিক নথির খুঁটিনাটি সংগ্রহ করা হয় না৷ ফলে, তা ফাঁস হওয়ার সুযোগ নেই৷ ফলে, গ্রাহকদের আর্থিক প্রতারণার মুখে পড়তে হবে না বলেও দাবি বিগ বাস্কেটের৷ আগামী দিনে যাতে এমন কোনও ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে ওই ই-কমার্স সংস্থার পক্ষ থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *