ঘরে আসছে নতুন অতিথি, মা হতে চলেছেন শ্রেয়া

ঘরে আসছে নতুন অতিথি, মা হতে চলেছেন শ্রেয়া

মুম্বই:  পরিবারে আসছে নতুন সদস্য৷ দুই থেকে তিন হচ্ছেন তাঁরা৷ লক্ষ্মীবারে সাত সকালে অগণিত ভক্তকে খুশির খবর শোনালেন শ্রেয়া ঘোষাল৷ সেই সঙ্গে শেয়ার করলেন বেবি বাম্পের ছবি৷ 

আরও পড়ুন-  অনুরাগ কাশ্যপ-তাপসী পান্নুকে ৬ ঘণ্টা জেরা আয়কর অফিসারদের, এখনও চলছে তল্লাশি

শ্রেয়া এই খবর শেয়ার করতেই শুভচ্ছা বার্তায় ভেসে গিয়েছে সোশ্যাল মিডিয়া৷ তিনি লেখেন, ‘‘শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে৷’’ স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে তিনি লেখেন, ‘‘আপনাদের সঙ্গে এই খুশির খবর শেয়ার করতে পেরে আমরা আনন্দিত৷ এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আমাদের জীবনে৷ আপনাদের আশীর্বাদ ও শুভকামনা চাই৷’’

শ্রেয়া চান তাঁর কোল আলো করে আসুক ছোট্ট শ্রেয়া৷ তাই আপাতত কাজ থেকে খানিক ছুটির পালা৷ লকডাউন ওঠার পরও কিছু কাজ করেছিলেন তিনি৷ তবে নতুন বছরের শুরুতেই শোনালেন সুখবর৷ তাঁর চেহারাতে কিছুটা পরিবর্তনও দেখা গিয়েছে৷ আগের চেয়ে কিছুটা ভারী হয়েছেন৷ তবে তাঁর চোখে মুখ জুড়ে মাতৃত্বের আনন্দ৷   

আরও পড়ুন- শ্যুটিং সেটে নগ্ন জন আব্রাহাম! ছবি ফাঁস হতেই শোরগোল নেট দুনিয়ায়

এদিন সকালে শ্রেয়া বেবি বাম্পের ছবি পোস্ট করতেই ১০ মিনিটের মধ্যে তা ভাইরাল হয়ে যায়৷ পাঁচ বছর আগে ছোট বেলার বন্ধু শিলাদিত্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি৷ শিলাদিত্য পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী৷ একেবারে খাঁটি বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছিল তাঁদের৷ শ্রেয়ার জন্ম পশ্চিমবাংলারই মুর্শিদাবাদ শহরে৷ তবে পরে তিনি রাজস্থানে চলে যান৷ ছোট থেকেই নিয়েছেন গানের তালিম৷ ১৬ বছর বয়সে রিয়ালিটি শো’র হাত ধরে জাতীয় স্তরে তাঁর পরিচিতি ঘটে৷ তবে থেকেই শুরু প্লেব্যাক৷ এর পর আর পিছু ফিরে চাইতে হয়নি শ্রেয়াকে৷ ৪ বার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার৷ তাঁর কণ্ঠের যাদুতে মোহিত ৮ থেকে ৮০৷ শ্রেয়ার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত তাঁর অগণিত ভক্তকুল৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 13 =