অনুরাগ কাশ্যপ-তাপসী পান্নুকে ৬ ঘণ্টা জেরা আয়কর অফিসারদের, এখনও চলছে তল্লাশি

অনুরাগ কাশ্যপ-তাপসী পান্নুকে ৬ ঘণ্টা জেরা আয়কর অফিসারদের, এখনও চলছে তল্লাশি

মুম্বই:  অভিনেত্রী তাপসী পান্নু, পরিচালক অনুরাগ কাশ্যপ ও মধু মন্টেনার বাড়িতে বুধবার হানা দেয় আয়কর বিভাগ৷ তল্লাশি চালানো হয় প্রযোজক বিকাশ বহেলের বাড়িতেও৷ কাশ্যপের প্রোডাকশন হাউজ ‘ফ্যান্টম ফিল্মস’-এর আর্থিক লেনদেনে অসঙ্গতির অভিযোগেই শুরু হয় আয়কর বিভাগের তল্লাশি৷ জানা গিয়েছে আয়কর বিভাগের অফিসাররা তিন দফায় জেরা করেছেন অনুরাগ এবং তাপসীকে৷ 

আরও পড়ুন-  শ্যুটিং সেটে নগ্ন জন আব্রাহাম! ছবি ফাঁস হতেই শোরগোল নেট দুনিয়ায়

প্রায় ৩ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয় অনুরাগ কাশ্যপকে৷ ফ্যান্টম ফিল্মস সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানতে চাওয়া হয় তাঁর কাছে৷ ২০১৮ সালে ফ্যান্টম বন্ধ হওয়ার পর তিনি যে সংস্থা গঠন করেছিলেন সে সম্পর্কেও বিষদে জানতে চাওয়া হয়৷ জানা গিয়েছে, এই মামলায় প্রযোজক মধু মন্টেনার ট্যালন্ট ম্যানেজমেন্ট সংস্থা থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তা খুবই গুরুত্বপূর্ণ৷ ২০১৯ সালে গঠিত এই সংস্থার যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে৷ 

আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় অনুরাগ এবং তাপসী পান্নুকে প্রায় ৬ ঘণ্টা জেরা করা হয়৷ আইটি অফিসাররা নথি এবং অ্যাকাউন্টের তথ্য অনুসন্থান করে দেখছেন৷ বৃহস্পতিবারও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় তল্লাশি চালাবেন আয়কর আধিকারিকরা৷ এর মধ্যে রয়েছে মন্টেনার কন ম্যানেজমেন্ট সংস্থা, গুড অ্যান্ড ব্যাড ফিল্মস অফিস, আন্দোলন ফিল্মস৷ এদিন ফের তল্লাশি চালানো হতে পারে অনুরাগ কাশ্যপের মুম্বইয়ের বাড়িতে৷ ইতিমধ্যেই মন্টেনার সংস্থার চারটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে৷     

অনুরাগ এবং তাপসী উভয়েই পুণেতে শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন৷ বুধবার সকাল ৬টা নাগাদ আয়কর বিভাগের একদল অফিসার তাঁদের বাড়িতে হানা দেয়৷ অন্যদিকে মন্টেনার অফিসে প্রায় ২০ ঘণ্টা ঘরে তল্লাশি চলে৷ উপস্থিত ছিলেন আয়কর বিভাগের ৮ অফিসার৷ এখনও চলছে জিজ্ঞাসাবাদ৷ 

আরও পড়ুন-  আপত্তিজনক ভাষায় ট্রোল! স্ক্রিনশট ফাঁস করে ট্রোলারকে ফাঁপড়ে ফেললেন কবিতা কৌশিক

প্রসঙ্গত, ২০১১ সালে তৈরি হয় অনুরাগ কাশ্যপ ও বিকাশ বহেলের ফ্যান্টম ফিল্মস৷ ২০১৫ সালে এই সংস্থার ৫০ শতাংশ অধিগ্রহণ করে নেয় রিলায়েন্স এন্টারটেনমেন্ট৷ বুধবার ‘ফ্যান্টম’ ছাড়াও প্রযোজনা সংস্থা ‘রিলায়েন্স এন্টারটেইনমেন্ট’-এর প্রধান কার্যনির্বাহী আধিকারিক শিবাশিস সরকারের একাধিক বাড়িতেও এদিন হানা দেয় আয়কর দফতর৷ ২০১৮ সালে ‘ফ্যান্টম’-এরই এক প্রাক্তন কর্মীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে বিকাশ বেহলের বিরুদ্ধে। এর পরেই কিন্তু এই সংস্থাটি বন্ধ হয়ে যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =