ছেলে অগস্ত্যকে নিয়ে সুইমিং পুলে ‘জলপরী’ নাতাশা, আগুন ঝড়ল ইনস্টায়

ছেলে অগস্ত্যকে নিয়ে সুইমিং পুলে ‘জলপরী’ নাতাশা, আগুন ঝড়ল ইনস্টায়

নয়াদিল্লি: আরও একবার ইন্টারনেটে আগুন জ্বালালেন মডেল-অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ৷ ছেলে অগস্ত্যকে কোলে নিয়ে সুইমিং পুলে ঝড় তুললেন হার্দিক-জায়া৷ এর আগেও ছেলের সঙ্গে সুইমিং পুলের ছবি শেয়ার করে ভক্তদের মন ছুঁয়েছেন নাতাশা৷ শুক্রবার ইনস্টাগ্রামে নতুন ছবি শেয়ার করতেই তা ভাইরাল৷ 

আরও পড়ুন- ‘১০০ কোটির ছবির চেয়ে মানুষের জীবন বাঁচানো অনেক বেশি শান্তির’, বললেন সোনু

এদিন মা-ছেলে দু’জকেই দেখা যায় সুইমিং পুলের ঠাণ্ডা জল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে৷ জলে নেমে ছোট্ট অগাস্ত্যও যে বেশ খুশি, তা তার হাসিতেই স্পষ্ট৷ এই পোস্টের সঙ্গে শুধু একটি হার্ট ইমোজি পোস্ট করেছেন নাতাশা৷ তবে কোনও ক্যাপশন দেননি৷ যদিও তার প্রয়োজনও নেই৷ মা-ছেলেকে দেখে দিব্য বোঝা যাচ্ছে কতখানি মস্তিতে রয়েছেন তাঁরা৷  

এর আগেও নাতাশা-হার্দিকের পুল ছবি ঝড় তুলেছিল৷ ওই ছবিতে অগস্ত্য ও নাতাশা-র সঙ্গে পুলে হাজির ছিলেন হার্দিকের বউদি পঙ্খুরিও। ছেলেকে সঙ্গে নিয়ে মাঝে মধ্যে ছবি পোস্ট করেন হার্দিকও৷ কখনও ছেলেকে বুকে নিয়ে দোলনায় শুয়ে, কখনও বা বিছায়, কখনও আবার বাবার কোলে চেপে সমুদ্র দর্শন অগস্ত্যর৷ ছেলের হাসিমুখ দেখেই মাঠে নামতে চান হার্দিক৷ কখনও আবার নিজেদের ঘনিষ্ঠ ছবিও পোস্ট করেন হার্দিক-নাতাশা৷ সোশ্যাল মিডিয়ায় এই সেলেব জুটির জনপ্রিয়তা বেশ তুঙ্গে৷ 

আরও পড়ুন- ‘চুল দিয়ে ঢেকে রাখো স্তন’, ক্লিভেজ দেখিয়েই কটূকথা শুনলেন স্বস্তিকা

গত বছর জানুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন নাতাশা স্ট্যানকোভিচ এবং ক্রিকেটার হার্দিক পান্ড্যে৷ নাতাশাকে প্রোপোজ করার জন্যে ফিল্মি সেটিং তৈরি করেছিলেন হার্দিক৷ এর পরেই তাঁর আবেদনে সাড়া দিয়ে ‘হ্যাঁ’ বলেন নাতাশা৷ তাঁদের রোমান্টিক ডেটের ছবি ইনস্টাতে ঝড় তুলেছিল৷ গত বছর জুলাই মাসে নাতাশার কোলে আসে অগাস্ত্য৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − fourteen =