মুম্বই: লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়ে উঠেছিলেন সোনু সুদ৷ তিনি গরিব মানুষের কাছে ‘মসিহা’৷ শুধু সোনু নন, তিনি সমমনস্ক মানুষদের নিয়ে গড়ে তুলেছেন একটা শাখা৷ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা দেশবাসীর দিকে আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা৷
আরও পড়ুন- ‘চুল দিয়ে ঢেকে রাখো স্তন’, ক্লিভেজ দেখিয়েই কটূকথা শুনলেন স্বস্তিকা
সম্প্রতি টুইট করে তিনি বলেন, ব্লকবাস্টার ছবির অংশ হওয়ার চেয়ে সংকটাপন্ন মানুষের জীবন বাঁচানো অনেক ভালো৷ সোনু লেখেন, ‘‘মধ্যরাতে কারও জন্য বেডের ব্যবস্থা করা বা অক্সিজেন জোগাড় করে কারও প্রাণ বাঁচানো ১০০ কোটির কোনও ছবিতে কাজ করার থেকেও অনেক বেশি স্বস্তির৷ যখন কেউ বেডের জন্য হাসপাতাল ভর্তি হতে পারে না, তখন আমাদের চোখে ঘুম আসে না৷’’ উল্লেখ্য কিছু দিন আগে সোনু নিজে কোভিড আক্রান্ত হয়েছিলেন৷ এখন কোভিড পরিস্থিতিতে তিনি ফের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন৷
আরও পড়ুন- ডিপ নেকে স্পষ্ট ক্লিভেজ, উন্মুক্ত উরু! ছেলের পাশে এই পোশাকে কটাক্ষের শিকার মালাইকা
আপাতত সারা দিন হাসপাতালে বেড, রেমডেসিভির বা অক্সিজেন যোগাতে ব্যস্ত সোনু। কিন্তু যদি প্রয়োজন মত যোগান দিয়ে উঠতে না পারেন, তার গলায় ঝড়ে পড়ছে আক্ষেপের সুর৷ ট্যুইট করে তিনি লেখেন, ‘‘আজকে হাসপাতালে ৫৭০টা বেজের প্রয়োজন ছিল৷ আমি মাত্র ১১২টি বেডের ব্যবস্থা করতে পারলাম। আজ ১ হাজার ৪৭৭টি রেমডেসিভির দরকার ছিল। কিন্তু আমি মাত্র ১৮টা জোগাড় করতে পেরেছি। আমরা হেরে গিয়েছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাও পরাজিত।’ কখনও আবার জয়ের আনন্দ ফুটে উঠেছে তাঁর টুইটে৷