বৃষ্টি মেখে চরম রোম্যান্সে মাতলেন ঋতাভরী, বুকে আগুন নেটিজেনদের

বৃষ্টি মেখে চরম রোম্যান্সে মাতলেন ঋতাভরী, বুকে আগুন নেটিজেনদের

কলকাতা:  ঋতাভরী মানেই টানটান উত্তেজনা৷ ঋতাভরী মানেই রোম্যান্সের ছোঁয়া৷ আর হাঁসফাঁস করা গরমে ঋতাভরী যখন বৃষ্টির ধারায় গা ভাসান, তখন ঝড় ওঠে পুরুষ হৃদয়ে৷ বর্ষা আসতে আর বেশি দেরি নেই৷ কিন্তু তাঁর আগেই বৃষ্টির জলে গা ভাসিয়ে একরাশ স্বস্তির হাওয়া বইয়ে দিলেন অভিনেত্রী৷ বৃষ্টি মেখে আষ্টেপিষ্ঠে করলেন রোম্যান্স৷ কিন্তু কার সঙ্গে রোম্যান্সে মজলেন বঙ্গ তনয়া? 

আরও পড়ুন- শেষ হয়ে যাচ্ছে করুণাময়ী রাণী রাসমণির পথ চলা?

আসলে ঋতাভরীর প্রথম হিন্দি সিঙ্গেলস ‘সাওয়ান’-এর একটি টিজার প্রকাশ্যে এসেছে৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই সেটি শেয়ার করেছেন অভিনেত্রী৷ আর সেই টিজার দেখেই ফিদা তাঁর অনুরাগীরা৷ এই গান দেখে অনেকেরই হয়তো টিপ টিপ বরসা পানি গানের স্মৃতি জেগে উঠবে৷ ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে খোলা চুলে সারা গায়ে লেপটে রয়েছে জলে ভেজা আকাশী শাড়ি৷ যা দেখে নেটিজেনদের ঘাম ছুটেছে৷ ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে ছাদ ভর্তি জামা কাপড় তুলতে গিয়ে প্রেমিকের সঙ্গে চরম রোম্যান্সে মেতেছেন ঋতাভরী৷ যা নেটিজেনদের নজর কেড়েছে৷ কী ভাবে জলে ভিজে চলবে তাঁদের রোমান্স তার পুরোটা জানতে আরও একটু সময় লাগবে৷ আপাতত টিজারেই বেল্ড আউট করেছেন লাস্যময়ী ঋতা৷ 

অভিনয়ের পাশাপাশি ঋতাভরীর যে আরও নানা গুণ রয়েছে, তা অনেকেরই জানা। সনন্দ কিরকিরের সঙ্গে এই গানটি উপহার দিতে চলেছেন টলি কুইন। ২১ তারিখ মুক্তি পাবে পুরো গানের ভিডিয়ো৷    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 15 =