কলকাতা: সাড়ে তিন বছরের বেশি সময় ধরে বাংলা টেলিভিশন জগতে রাজত্ব করেছে ‘করুণাময়ী রাণী রাসমণি’৷ তুমুল জনপ্রিয় হয়েছে এই ধারাবাহিক৷ কিন্তু দীর্ঘ এই পথ চলার কি এবার শেষ? অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে সোশ্যাল মিডিয়ায়৷ যা নিয়ে দর্শক মনেও প্রশ্ন উঠতে শুরু করেছে৷
আরও পড়ুন- বিতর্কিত মন্তব্যের জের, তারক মেহতা’র ববিতা মুনমুনের বিরুদ্ধে মামলা
২০১৭ সালের ২৪ জুলাই রাণী রাসমণির জীবনী অবলম্বনে শুরু হয়েছিল ‘করুণাময়ী রাণী রাসমণি’৷ রাণীমার চরিত্রে দ্বিতিপ্রিয়া রায় মন জিতে নিয়েছিল লাখো দর্শকের৷ টানা প্রায় চার বছর একইভাবে অক্ষুন্ন ছিল এই ধারাবাহিকের জনপ্রিয়তা৷ তবে এই ধারাবাহির নাকি এবার শেষের পথে৷ এমমনটাই অনুমান করছেন দর্শকরা৷ এর যথেষ্ট কারণও রয়েছে৷ সম্প্রতি নতুন একটি প্রোমো দেখাতে শুরু করেছে জি টিভি৷ যেখানে দেখানো হচ্ছে রাণী রাসমণিকে নিজের কাছে ডেকে নিচ্ছেন ভবতারিণী মা৷ তিনি অপেক্ষা করছেন রাণীমার জন্যে৷ আর এই ঝলক দেখেই মন খারাপ দর্শকের৷ ধারাবাহিকেও দেখা গিয়েছে রাজত্ব ছেড়ে ঠাকুরের চরণেই ঠাঁই নিয়েছেন রাণীমা৷ যদিও এ বিষয়ে মুখে কুলুপ নির্মাতাদের৷ অন্যদিকে, এরই মধ্যে দেবশ্রী রায় অভিনীতি নতুন সিরিয়ালের ঝলক রাণী রাসমণির ইতির গুঞ্জনে ঘি ঢেলেছে৷
রাণীমার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছেন দ্বিতিপ্রিয়া৷ কিন্তু গত দু’ সপ্তাহ ধরে ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে৷ তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন৷ ছিলেন হোম কোয়ারেন্টাইনে৷ তবে সম্প্রতি তিনি ফের শুটিংয়ে ফেরেন৷ সিরিয়াল শেষ হওয়া নিয়ে কতটা প্রস্তুত রাণীমা? দ্বিতিপ্রিয়া অবশ্য বলেন, ‘‘সব কাজেরই শেষ আছে৷ সে ভাবে আমার অংশও শেষ হয়ে যাচ্ছে৷ তবে গত সাড়ে তিন বছর একসঙ্গে কাজ করেছি৷ সকলে একটা পরিবার হয়ে গিয়েছিলাম৷ তাই মন খারাপ হওয়াটা স্বাভাবিক৷’’ মন খারাপ পরিচালকেরও৷
এই ধারাবাহিক শেষ হওয়া নিয়ে একদল দর্শকের বেজায় মন খারাপ৷ অনেকে আবার বলছেন অযথা কাহিনীকে বাড়ানো হচ্ছিল৷ তবে রাণী রাসমণি সত্যিই শেষ হচ্ছে কিনা, এ বিষয়ে এখনও কিছু জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ৷