কুমার শানুর ছেলে হওয়ায় কাজের বদলে অকাজ হয়েছে বেশি, বিস্ফোরক জান

কুমার শানুর ছেলে হওয়ায় কাজের বদলে অকাজ হয়েছে বেশি, বিস্ফোরক জান

কলকাতা:  ইন্ডাস্ট্রিতে ‘নেপোটিজম’ নিয়ে বিতর্ক বরাবরই৷ কিন্তু সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল কুমার শানুর ছেলে জান কুমার শানুর মুখে৷ তাঁর সাফ কথা, বাবার নাম কুমার শানু হওয়ায়র তাঁর অনেক কাজেই অসুবিধা হয়েছে৷ এমনকী এখনও হচ্ছে!

আরও পড়ুন- হাওয়ায় উড়ছে ফ্রক, হাসি মুখে আড়ালের চেষ্টা! বিখ্যাত অভিনেত্রীর পোজে শ্রীলেখা

‘বিগ বস’ খ্যাত জান হঠাৎ এহেন কথা বললেন কেন? জাতীয় স্তরে একটি সংবাদমমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জান জানান, শুধুমাত্র তাঁর বাবা কুমার শানু হওয়ায় তাঁকে বলিউডের অনেক কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ তবে ‘বিগ বস’-এ অংশ গ্রহণের পরেই তাঁর পৃথক পরিচিতি খুঁজে পেয়েছেন৷ বলিউডে নাম প্রতিষ্ঠা করার জন্য যে কোনও নবাগতের থেকে অনেক বেশি খাটতে হয়েছে তাঁকে৷ এখানেই শেষ নয়৷ জান আরও বলেন, অনেকেই ভাবেন বিখ্যাত বাবার ছেলে হওয়ায় রুপোর চামচ মুখে নিয়ে জন্মেছেন তিনি৷ কেরিয়ারের ক্ষেত্রেও কোনও অসুবিধা নেই৷ কিন্তু পরিস্থিতি সম্পূর্ণতাই ভিন্ন৷ কারণ তাঁর জন্মের আগেই তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়৷ তাঁর বড় হওয়ার পিছনেও তাঁর বাবার কোনও কৃতিত্ব নেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 − 1 =