হাওয়ায় উড়ছে ফ্রক, হাসি মুখে আড়ালের চেষ্টা! বিখ্যাত অভিনেত্রীর পোজে শ্রীলেখা

হাওয়ায় উড়ছে ফ্রক, হাসি মুখে আড়ালের চেষ্টা! বিখ্যাত অভিনেত্রীর পোজে শ্রীলেখা

কলকাতা: এবার মেরেলিন মনরোর বিখ্যাত পোজে ধরা দিলেন টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র৷ মেরেলিন মনরোর সেই বিখ্যাত পোজ হাওয়ায় সাদা ফ্রক উড়ে যাচ্ছে, আর তা হাত দিয়ে চেপে রাখার চেষ্টা করছেন মুখে একগাল হাসি নিয়ে। একদম সেই একইরকম দেখা গেল শ্রীলেখা মিত্রকে। তবে এই ছবিটি এখনকার নয়, বেশ কয়েকবছর আগের তোলা। সেই ছবিটির স্মৃতি রোমন্থন করছেন শ্রীলেখা।

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের সিনেমার কাজ নিয়ে চরম ব্যস্ততার মধ্যেও তাঁর সমাজ সেবার কাজ করে চলেছেন। এর মধ্যেই পুরনো স্মৃতি হাতরে বেশ কয়েক বছর আগে মেরেলিন মনোরোর পোজে তোলা ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন অভিনেত্রী। মেরেলিন মনরোর বিখ্যাত পোজে ক্যামেরার সামনে দাঁড়ানোটা যে কোনও অভিনেত্রীর কাছেই স্বপ্নের মতো। শ্রীলেখার সেই শখও পূরণ হয়েছিল। শ্রীলেখা ছবিটি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করতেই এই ছবিতে লাইক আর কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তবে এটাই প্রথম নয়। এর আগে ভারতীয় সিনেমার কিংবদন্তী অভিনেত্রী মধুবালার মতো পোজ দিয়ে ছবি তুলতেও দেখা গিয়েছিল শ্রীলেখাকে। সবসময়ই সোশ্যাল মিডিয়ায় ভীষণ আ্যক্টিভ শ্রীলেখা তাঁর নিজের জীবন নিয়ে খুব বেশি লুকোছাপা না করে সব শেয়ার করে খোলামেলাই থাকেন৷ 

এবার তাঁর মেরলিন মনরোর পোজে তোলা এই ছবিও ভাগ করে নিয়েছেন তাঁর ইনস্টা প্রোফাইলে অনুরাগীদের সঙ্গে। বর্তমানে ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’৷ এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শ্রীলেখা মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =