‘বলিউডের এখনকার অবস্থা হিটলারের জার্মানির মতো’, ফের বিস্ফোরক নাসিরুদ্দিন

‘বলিউডের এখনকার অবস্থা হিটলারের জার্মানির মতো’, ফের বিস্ফোরক নাসিরুদ্দিন

মুম্বই:  ফের বিস্ফোরক বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ৷ বলিউডকে হিটলার জমানার জার্মানির সঙ্গে তুলনা করলেন তিনি৷ তাঁর কথায়, সেই সময় বিশ্বমানের পরিচালকদের নাৎসি জার্মানিকে সামনে রেখে ছবি তৈরি করতে বলা হত৷ আর এখন বলিউডে সরকারের হয়ে কথা বলা ছবি তৈরির জন্য উৎসাহিত করা হচ্ছে৷ এমনকী এর জন্য আর্থিক সাহায্যও দেওয়া হচ্ছে৷ নাসিরুদ্দিনের এহেন মন্তব্যে বিতর্কের ঝড়৷ 

আরও পড়ুন- পুরসভায় যশরত, বাবা নয়, ছেলের বার্থ সার্টিফিকেটে শুধু মায়ের নামই রাখতে চান নুসরত

তবে বলিউডে ধর্মীয় বৈষম্য প্রশ্নে ৭১ বছরের অভিনেতা বলেন, বলিউডে তিনি কখনও ধর্মীয় বৈষম্য দেখেননি৷ কারণ এখানে অর্থই ঈশ্বর৷ যে অভিনেতা অর্থ এনে দিতে পারবেন, তাঁর কদর তত বেশি৷ এ প্রসঙ্গে তিনি বলিউডের ৩ খানের কথাও উল্লেখ করেন৷ কিন্তু এর পরেই তিনি বলিউডকে হিটলার জমানার সঙ্গে তুলনা করে বসেন৷ কারণ তাঁর মতে, বাণিজ্য নগরীর বুকে বিনোদন জগতে ধর্মীয় গোঁড়ামি হানা দিতে না পারলেও, সরকারের গৌরব তুলে ধরবে, এমন ছবি করার জন্য প্রযোজন-পরিচালকদের উৎসাহিত করা হচ্ছে৷ তার জন্য সরকার আর্থিক সাহায্যও করতে প্রস্তুত৷ তাঁর দাবি, যাঁরা এই ধরনের ছবি করছেন, তাঁরা কোনও মামলায় অভিযুক্ত হয়ে থাকলে ক্লিনচিটও পেয়ে যাচ্ছেন৷ 

চলতি মাসের গোড়ায় আফগানিস্তান  প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাসিরুদ্দিন শাহ বলেছিলেন,  যে সকল ভারতীয় মুসলিমরা তালিবানের জয় উদযাপন করছেন, তাঁরা আরও ভয়ংকর। এর জন্য দক্ষিণপন্থীদের কাছ থেকে প্রশংসাও পেয়েছিলেন তিনি৷ এদিন নিজের বক্তব্যে অনড় নাসিরুদ্দিন বলেন, ‘আগে যা বলেছিলাম তা একদম সঠিক৷ দাবানল ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না৷’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − 1 =