কলকাতা: যশ দাশগুপ্তের হাত ধরে শনিবার কলকাতা পুরসভায় নুসরত জাহান৷ এদিন তাঁদের দেখা যায় মুখ্য পৌর স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরীর ঘরে ৷ কলকাতা পুরসভা এলাকায় যে সকল শিশুর জন্ম হয়, তাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হয় এখান থেকেই৷ জানা গিয়েছে, বাবা নয়, ছেলের বার্থ সার্টিফিকেট শুধু মায়ের নামই রাখতে চান সাংসদ অভিনেত্রী৷ এর জন্য কী করণীয় সেটাই জানতে গিয়েছিলেন তিনি৷ এদিন পুর প্রশাসক ফিরহাদ হাকিমের ঘরেও দেখা যায় যশ ও নুসরতকে৷
আরও পড়ুন- বক্ষবিভাজিকা থেকে উন্মুক্ত নাভি, হট ছবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন রাইমা
সন্তান সম্ভবা হওয়ার পর থেকেই নুসরতের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে থেকেছেন যশ৷ সন্তান জন্মের সময়েই নুসরতের পাশে ছিলেন অভিনেতা৷ তাঁর নামের সঙ্গে নাম মিলিয়ে ছেলের নাম রেখেছেন ঈশান৷ কিন্তু ছেলের বাবা কে? এই প্রশ্ন এখনও তাড়া করে বেরাচ্ছে তাঁকে৷ বুধবার একটি স্যালোঁর উদ্বোধনে গিয়েছিলেন তিনি৷ সেখানেও একই প্রশ্ন করা হয়৷ সেই প্রশ্নের জবাবও দিয়েছেন নুসরত৷ তিনি বলেন, ‘বাবা জানেন বাবা কে৷’ সেই সঙ্গে তিনি এও জানান, ‘যশের সঙ্গে দারুণ অভিভাবকত্ব উপভোগ করছি৷’
আরও পড়ুন- ‘ঈশানকে স্তন্যপান করাচ্ছি, ডায়েট নিয়ে পরে ভাবব’, অকপট নুসরত
গত ২৬ অগাস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। মাতৃত্বের গোটা পর্বেই তাঁরে আগলে রেখেছিলেন যশ৷ তাঁর হাত ধরেই হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন অভিনেত্রী৷ এমনকী হাসপাতাল থেকে ছুটির পর নুসরতের ছেলের কোলে নিয়ে বেরন যশ৷ গাড়ি চালিয়ে বালিগঞ্জের বাড়িতে মা ও ছেলেকে নিয়ে আসেন তিনি৷ তবে নুসরত চান, পিতৃপরিচয় নয়, মায়ের পরিয়েই আপাতত বড় হোক ঈশান৷ তাই ছেলের বার্থ সার্টিফিকেটেও নিজেরই নাম রাখতে চাইছেন নুসরত।