পুরসভায় যশরত, বাবা নয়, ছেলের বার্থ সার্টিফিকেটে শুধু মায়ের নামই রাখতে চান নুসরত

পুরসভায় যশরত, বাবা নয়, ছেলের বার্থ সার্টিফিকেটে শুধু মায়ের নামই রাখতে চান নুসরত

567306c4e12086d45a77cb9b7b29bc78

কলকাতা:  যশ দাশগুপ্তের হাত ধরে শনিবার কলকাতা পুরসভায় নুসরত জাহান৷ এদিন তাঁদের দেখা যায় মুখ্য পৌর স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরীর ঘরে ৷ কলকাতা পুরসভা এলাকায় যে সকল শিশুর জন্ম হয়, তাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হয় এখান থেকেই৷ জানা গিয়েছে, বাবা নয়, ছেলের বার্থ সার্টিফিকেট শুধু মায়ের নামই রাখতে চান সাংসদ অভিনেত্রী৷ এর জন্য কী করণীয় সেটাই জানতে গিয়েছিলেন তিনি৷ এদিন পুর প্রশাসক ফিরহাদ হাকিমের ঘরেও দেখা যায় যশ ও নুসরতকে৷ 

আরও পড়ুন- বক্ষবিভাজিকা থেকে উন্মুক্ত নাভি, হট ছবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন রাইমা

সন্তান সম্ভবা হওয়ার পর থেকেই নুসরতের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে থেকেছেন যশ৷ সন্তান জন্মের সময়েই নুসরতের পাশে ছিলেন অভিনেতা৷ তাঁর নামের সঙ্গে নাম মিলিয়ে ছেলের নাম রেখেছেন ঈশান৷ কিন্তু ছেলের বাবা কে? এই প্রশ্ন এখনও তাড়া করে বেরাচ্ছে তাঁকে৷ বুধবার একটি স্যালোঁর উদ্বোধনে গিয়েছিলেন তিনি৷ সেখানেও একই প্রশ্ন করা হয়৷ সেই প্রশ্নের জবাবও দিয়েছেন নুসরত৷ তিনি বলেন, ‘বাবা জানেন বাবা কে৷’ সেই সঙ্গে তিনি এও জানান, ‘যশের সঙ্গে দারুণ অভিভাবকত্ব উপভোগ করছি৷’

আরও পড়ুন- ‘ঈশানকে স্তন্যপান করাচ্ছি, ডায়েট নিয়ে পরে ভাবব’, অকপট নুসরত

nusrat

গত ২৬ অগাস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। মাতৃত্বের গোটা পর্বেই তাঁরে আগলে রেখেছিলেন যশ৷ তাঁর হাত ধরেই হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন অভিনেত্রী৷ এমনকী হাসপাতাল থেকে ছুটির পর নুসরতের ছেলের কোলে নিয়ে বেরন যশ৷ গাড়ি চালিয়ে বালিগঞ্জের বাড়িতে মা ও ছেলেকে নিয়ে আসেন তিনি৷ তবে নুসরত চান, পিতৃপরিচয় নয়, মায়ের পরিয়েই আপাতত বড় হোক ঈশান৷ তাই ছেলের বার্থ সার্টিফিকেটেও নিজেরই নাম রাখতে চাইছেন নুসরত। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *