অবিকল আলিয়া! বলি তারকার ‘হামসকল’কে দেখে ভিড়মি খাচ্ছে নেটেজেনরা

অবিকল আলিয়া! বলি তারকার ‘হামসকল’কে দেখে ভিড়মি খাচ্ছে নেটেজেনরা

মুম্বই: এ যেন হুবহু আলিয়া! সেই চেনা চোখ, চেনা মুখ৷ গালে ডিম্পল৷ কিন্তু তিনি আলিয়া নন৷ তিনি আলিয়ার হামসকল৷ যাকে দেখতে অবিকল আলিয়ার মতন৷ যিনি এখন ইন্টারনেট সেনশেসন৷ 

আরও পড়ুন- সমুদ্রকে সাক্ষী রেখে স্বপ্নের বাগদান, রোমান্টিক ছবি পোস্ট করলেন অনন্যা পাণ্ডের বোন

সেলেব্রিটি নিয়ে ভক্তদের উন্মাদনার অন্ত নেই৷ তবে শুধু সেলিব্রিটি নয়, সেলব্রিটিদের লুক অ্যালাইকরাওল কম পপুলার নন৷ তেমনই রাতারাতি জনপ্রিয় হয়েছেন আলিয়ার অবিকল নকল সেলেস্টি বৈরাগী৷ যাঁকে দেখে ভিড়মি খাচ্ছেন নেটিজেনরা৷ 

বিশ্বে একই চেহারার বহু মানুষ আছেন৷ বলিউড তারকাদের অবিকলও রয়েছেন অনেকে৷ তবে প্রিয় তারকাদের মতো দেখতে কারও খোঁজ পেলে উত্তেজিত হয়ে ওঠেন ভক্তরা৷ এর আগে আমরা শাহরুখ খান, ঐশ্বর্য রাই, জন আব্রাহামের মতো অবিকল দেখতে মানুষের খোঁজ পেয়েছি৷ এবার দেখা মিলল আলিয়ার হামসকলের৷ যাঁর মুখ তো বটেও, হাসিও যেন আলিয়ার৷ সেলেস্টিকে নিয়ে তোলপাড় নেটপাড়া৷ 

ইন্টারনেটে Cesh নামে পরিচিত এই তরুণীর সোশ্যাল মিডিয়ায় ৩৬ হাজারের বেশি ফসোয়ার্স রয়েছে৷ তাঁকে দেখেই আপমার আলিয়া ভাটের কথা মনে পড়ে যাবে৷ এদিকে আলিয়া এখন ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ব্রহ্মাস্ত্র নিয়ে৷ ওই ছবিতে তাঁকে দেখা যাবে রণবীর কাপুরের সঙ্গে৷ এটাই পর্দায় তাঁদের এক সঙ্গে প্রথম কাজ৷ রকি অর রানি কি প্রেম কাহানিতে আলিয়া স্ক্রিন শেয়ার করেছেন রণবীর সিং-এর সঙ্গে৷ প্রসঙ্গত, সোনাম কাপুরের রিশেপসনে এসে প্রথম নিজদের সম্পর্কের কথা স্বীকার করে রণবীর ও আলিয়া৷ রণবীরের সঙ্গে ২ বছর ধরে ডেট করছেন তিনি৷ 

আলিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − five =