সমুদ্রকে সাক্ষী রেখে স্বপ্নের বাগদান, রোমান্টিক ছবি পোস্ট করলেন অনন্যা পাণ্ডের বোন

সমুদ্রকে সাক্ষী রেখে স্বপ্নের বাগদান, রোমান্টিক ছবি পোস্ট করলেন অনন্যা পাণ্ডের বোন

নয়াদিল্লি: রূপকথার বাগদান৷ সমুদ্র সৈকতে সাদা বালিরাশির উপর হাঁটু গেড়ে অনন্যা পাণ্ডের তুতো বোন আলানা পাণ্ডেকে প্রোপোজ করলেন প্রেমিক আইভর ম্যাকক্রে৷ সে যেন এক এলাহী কাণ্ড! ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করলেন আলানা৷ যা দেখে অভিভূত অনুরাগীরা৷ 

alana

সোশ্যাল মিডিয়ায় সেনসেশন আলানা তাঁর বাগদানের রোমান্টিক মুহূর্তগুলি নিজেই শেয়ার করেছেন৷  এহেন স্বপ্নের বাগদান কে না চায়! সমুদ্রকে সাক্ষী রেখেই আলানাকে বিয়ের প্রস্তাব দিলেন আইভর ম্যাকক্রে৷ ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে দীর্ঘ পোস্টও লেখেন আলানা৷ 

আলানা

ছবিতে দেখা যায়, বিয়ের প্রস্তাব দেওয়ার পরই গভীর চুম্বনে লিপ্ত হন তাঁরা৷  সেই ছবি শেয়ার করে আলানা ক্যাপশন লিখেছেন, ‘‘আজ থেকে ২ বছর আগে একটি হ্যালোইন পার্টিতে এই মানুষটির সঙ্গে আলাপ হয়েছিল। ও সেদিন আমাকে এত হাসিয়েছিল যে হাসতে হাসতে আমার মুখ ব্যাথা হয়ে গিয়েছিল৷’’ এর পর একে অপরকে জানতে তিন মাস পর থেকে একসঙ্গে থাকতে শুরু করি৷ 

আলানা

আলানা আরও লেখেন, হয়তো কিছু তাড়াহুড়ে করে ফেলেছিলাম৷ কিন্তু ওকে ছাড়া এক মুহূর্তও আমি থাকতে পারি না৷ বিদেশে থাকলেও ওঁর জন্য পরিবারকেও মিস করি না৷ পরিবারের কথা মনে পড়লে ও আমার জন্য নানা ভারতীয় খাবার রান্না করে দেয়৷ এর জন্য ওঁকে ধন্যবাদ৷’’ এভাবে নিঃশর্ত ভালোবাসার জন্যেও প্রেমিককে ধন্যবাদ জানিয়েছেন অনন্যার বোন৷ আলানার একটাই উইস, এই ভালোবাসা যেন দিনে দিনে বাড়তে থাকে৷

আলানার বাগদানের ভিডিয়োটি ড্রোন ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছে৷ যেখানে দেখা গিয়েছে সাদা বালির উপর লেখা ‘ম্যারি মি?’ বড় একটি লাভ সাইনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আলানা ও আইভর৷ সামনে নীল জলরাশি৷ এর পরেই আংটি পরিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন আইভর৷ প্রিয় মানুষের কাছ থেকে প্রস্তাব পেয়েই তাঁকে জড়িয়ে ধরেন আলানা৷ ভরিয়ে দেন মিষ্টি চুম্বনে৷ 

আলানা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 2 =