রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ধাক্কা শেয়ার বাজারে, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ধাক্কা শেয়ার বাজারে, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স

3 stocks recomended

নয়াদিল্লি:  যুদ্ধের মুখে দাঁড়িয়ে রাশিয়া ও ইউক্রেন৷ যে কোনও সময় শুরু হতে পারে যুদ্ধে৷ আর এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ল শেয়ার বাজারে৷ মঙ্গলবার বাজার খুলতেই ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স৷ অন্যদিকে ১৭০০ পয়েন্ট নীচে চলে যায় নিফটি৷ শুধু ভারতে নয় এশিয়ার অন্যান্য শেয়ার বাজারেও ধস৷ শুরুতেই লাল দাগ৷ 

আরও পড়ুন- মার্চেই আসছে LIC-র শেয়ার, বড় অঙ্কের ছাড় পাবেন পলিসি হোল্ডাররা

উল্লেখ্য, সোমবার ডোনেৎস্ক ও লুহানস্ককে  স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে অনেকটা বেড়ে যায়৷  যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে ধাক্কা খায় শেয়ার বাজার৷ সেনসেক্স ১০১৫ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ পতন ঘটে৷ সেনসেক্স নেমে যায় ৫৬,৬৬৮.৬ পয়েন্টে। এবং নিফটি ২৮৫.৪৯ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ পতন হয়৷ যার জেরে নিফটি ১৭০০০ পয়েন্টের নিচে নেমে যায়। নিফটি পৌঁছয় ১৬,৯২১.২৫ পয়েন্টে৷

আন্তর্জাতিক ক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়ার সম্পর্কের টানাপোড়েনে প্রভাব পড়েছে গোটা ইউরোপের শেয়ার বাজারে। জার্মানি, ফ্রান্স, ব্রিটেনেও এর গুরুতর প্রভাব পড়তে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। গতকাল রাত থেকেই নিম্নমুখী ইউরোপের শেয়ার বাজার ও নিউ ইয়র্কের ওয়ালস্ট্রিটের সূচক। তার প্রভাব পড়ল এশিয়ার শেয়ার বাজারেও৷ বাজার শুরু হয় নেগেটিভে লেনদেন দিয়ে৷ ভারতীয় সময় সকাল ১১টা নাগাদ সাংহাইয়ের শেয়ার বাজার ১.৫০ শতাংশ,  হংকংয়ের শেয়ার বাজার ৩.২৮শতাংশ, নিক্কেই ১.৮২ শতাংশ, তাইওয়ান ১.৪৩ শতাংশ নিচে নেমে যায়।